ঢামেক প্রতিবেদক
রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আছমত আলী (৪৮) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
আছমত আলীর সহকর্মী জাহাঙ্গির হোসেন বলেন, ‘তাঁরা ডেমরা বাঁশেরপুল এলাকায় একটি ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন। সকালে আছমত কাজ করার সময় একটি বাঁশ গর্তের মধ্যে রাখছিল। তখন ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হন। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
হাসপাতালে আছমত আলীর মেয়ে রেখা আক্তার জানান, ‘তাঁদের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর থানার বাঘাগাও গ্রামে। বর্তমানে রূপগঞ্জ তারাবো এলাকায় থাকেন। তাঁর বাবা শ্রমিকের কাজ করতেন। সকালে জানতে পারি বাবা কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ দেখতে পাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ডেমরা থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় তাঁর সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে মারা যান। সহকর্মীরা জানান বিদ্যুতায়িত হয়েছিল ওই ব্যক্তি। মরদেহ মর্গে রাখা হয়েছে।
রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আছমত আলী (৪৮) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
আছমত আলীর সহকর্মী জাহাঙ্গির হোসেন বলেন, ‘তাঁরা ডেমরা বাঁশেরপুল এলাকায় একটি ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন। সকালে আছমত কাজ করার সময় একটি বাঁশ গর্তের মধ্যে রাখছিল। তখন ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হন। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
হাসপাতালে আছমত আলীর মেয়ে রেখা আক্তার জানান, ‘তাঁদের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর থানার বাঘাগাও গ্রামে। বর্তমানে রূপগঞ্জ তারাবো এলাকায় থাকেন। তাঁর বাবা শ্রমিকের কাজ করতেন। সকালে জানতে পারি বাবা কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ দেখতে পাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ডেমরা থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় তাঁর সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে মারা যান। সহকর্মীরা জানান বিদ্যুতায়িত হয়েছিল ওই ব্যক্তি। মরদেহ মর্গে রাখা হয়েছে।
রংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
৮ মিনিট আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১৮ মিনিট আগেগণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
২৫ মিনিট আগে