উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২২, ০৯: ৪১

রাজধানীর উত্তরার আজমপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আজমপুর রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন—এনামুল (১৯), হনুফা আক্তার (৪০) ও অনিক (১৮)। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে এনামুল ও হনুফা মারা যায়। আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে মারা যায়। 

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিনজন মারা গেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় হনুফা ও এনামুল। আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ৮টার দিকে মারা যায়। 

এদিকে মৃত হনুফা বেগমের মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাঁদের বাড়ি বরিশাল গৌরনদী। থাকতেন মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায়। অনিক তার মামাতো ভাই। অনিকের বাবা অসুস্থ। থাকে গাজিপুর বোর্ডবাজার এলাকায়। ভোরে তাঁদের পরিচিত এনামুলের মোটরসাইকেলে করে অনিককে সঙ্গে নিয়ে অসুস্থ বাবাকে দেখতে গাজিপুর বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন হনুফা বেগম। পথে এই দুর্ঘটনা ঘটে। 

সাদিয়া জানান, তাঁর মা বাসাবাড়িতে কাজ করেন। আর রায়েরবাজারে রিকশা মেরামতের গ্যারেজে কাজ করত অনিক। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত