প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর লাইসেন্স করা পিস্তল নিয়ে ঘরে খিল দিয়ে বসে ছিলেন শামীম (৩৫)। অবশেষে ১৯ দিন পর গতকাল সোমবার রাতে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গত ২৬ আগস্ট শামীম বাবার বৈধ অস্ত্র চুরি করে নিজেদের বাড়ির একটি কক্ষে খিল দিয়ে বসে থাকেন। উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল এলাকায় ঘটে এই ঘটনা।
জানা যায়, গত ২১ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম তাঁর লাইসেন্স করা পিস্তলটি খুঁজে পাচ্ছিলেন না। পিস্তলটি ছয় রাউন্ড গুলিভর্তি ছিল। ২২ আগস্ট রূপগঞ্জ থানায় জিডি করেন তিনি। ২৬ আগস্ট তাঁর মাদকাসক্ত ছোট ছেলে শামীম বাড়ির দোতলার একটি কক্ষে নিজেকে অবরুদ্ধ করেন এবং সেই অস্ত্রটি দেখান। আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ২৯ আগস্ট সাভারের আশুলিয়ায় অবস্থিত মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বেস্ট এডিশন ইনস্টিটিউটের একটি টিম রূপগঞ্জ থানা-পুলিশের সহায়তায় শামীমকে নিতে আসে। ঘরের দরজা ভেঙে বের করার চেষ্টা করলে শামীম তাঁদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন। একটি গুলি বেস্ট এডিশন ইনস্টিটিউটের কর্মকর্তা আসাদুজ্জামান খান পরাগের হাতে লাগে। পরের দিন সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ও রূপগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস কয়েকবার চেষ্টা করে। এ সময় পুলিশ কক্ষের ভেতরে শটগানের দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। জবাবে শামীমও কয়েক রাউন্ড গুলি করে। শেষ পর্যন্ত থানা-পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও ফায়ার সার্ভিস ব্যর্থ হয়ে চলে যায়। পুলিশ সদস্যরা এতদিন বাড়িটি ঘিরে রেখেছিলেন। গতকাল সোমবার রাতে শামীম অস্ত্রসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ ওই আইনজীবীর কাছে থাকা ৩৫ রাউন্ড গুলিও জব্দ করেছে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, আজ মঙ্গলবার সকালে পুলিশ মাদকাসক্ত শামীমকে সাভারের আশুলিয়ায় অবস্থিত মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বেস্ট এডিশন ইনস্টিটিউটে হস্তান্তর করা করেছে। আইনজীবীর লাইসেন্সকৃত পিস্তল ও গুলি থানায় জমা আছে। আইনজীবীর অস্ত্র ব্যবহারের লাইসেন্স বাতিলের জন্য পুলিশের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হচ্ছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর লাইসেন্স করা পিস্তল নিয়ে ঘরে খিল দিয়ে বসে ছিলেন শামীম (৩৫)। অবশেষে ১৯ দিন পর গতকাল সোমবার রাতে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গত ২৬ আগস্ট শামীম বাবার বৈধ অস্ত্র চুরি করে নিজেদের বাড়ির একটি কক্ষে খিল দিয়ে বসে থাকেন। উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল এলাকায় ঘটে এই ঘটনা।
জানা যায়, গত ২১ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম তাঁর লাইসেন্স করা পিস্তলটি খুঁজে পাচ্ছিলেন না। পিস্তলটি ছয় রাউন্ড গুলিভর্তি ছিল। ২২ আগস্ট রূপগঞ্জ থানায় জিডি করেন তিনি। ২৬ আগস্ট তাঁর মাদকাসক্ত ছোট ছেলে শামীম বাড়ির দোতলার একটি কক্ষে নিজেকে অবরুদ্ধ করেন এবং সেই অস্ত্রটি দেখান। আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ২৯ আগস্ট সাভারের আশুলিয়ায় অবস্থিত মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বেস্ট এডিশন ইনস্টিটিউটের একটি টিম রূপগঞ্জ থানা-পুলিশের সহায়তায় শামীমকে নিতে আসে। ঘরের দরজা ভেঙে বের করার চেষ্টা করলে শামীম তাঁদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন। একটি গুলি বেস্ট এডিশন ইনস্টিটিউটের কর্মকর্তা আসাদুজ্জামান খান পরাগের হাতে লাগে। পরের দিন সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ও রূপগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস কয়েকবার চেষ্টা করে। এ সময় পুলিশ কক্ষের ভেতরে শটগানের দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। জবাবে শামীমও কয়েক রাউন্ড গুলি করে। শেষ পর্যন্ত থানা-পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও ফায়ার সার্ভিস ব্যর্থ হয়ে চলে যায়। পুলিশ সদস্যরা এতদিন বাড়িটি ঘিরে রেখেছিলেন। গতকাল সোমবার রাতে শামীম অস্ত্রসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ ওই আইনজীবীর কাছে থাকা ৩৫ রাউন্ড গুলিও জব্দ করেছে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, আজ মঙ্গলবার সকালে পুলিশ মাদকাসক্ত শামীমকে সাভারের আশুলিয়ায় অবস্থিত মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বেস্ট এডিশন ইনস্টিটিউটে হস্তান্তর করা করেছে। আইনজীবীর লাইসেন্সকৃত পিস্তল ও গুলি থানায় জমা আছে। আইনজীবীর অস্ত্র ব্যবহারের লাইসেন্স বাতিলের জন্য পুলিশের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হচ্ছে।
বরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
৮ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
২৬ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
৩৪ মিনিট আগে