কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে ‘রেনডম ফরহাদ’ নামে একটি ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে চক্রের মূল হোতা মো. ফরহাদ উদ্দিন (২৮), হোসেনপুর উপজেলার হাজীপুর গাবরগাঁও গ্রামের গোলাম সোবহানের ছেলে মারুফ আহমদ (২০) এবং সদর উপজেলার ধনাইল গ্রামের দলিল উদ্দিন লিটনের ছেলে আরিফ আহমেদ রকি (৩০)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি মনিটর, মোবাইল ফোন ফ্লাশ এবং আইএমইআই নম্বর পরিবর্তনের বিভিন্ন ডিভাইস ও ক্যাবল উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
এ বিষয়ে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ আজকের পত্রিকাকে জানান, গোপন সূত্রে জানতে পারি কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে আসছিল ‘রেনডম ফরহাদ’ নামের একটি ছিনতাইকারী চক্র। সেসব ছিনতাই করা মোবাইলের লক ফ্ল্যাশ ও আনলক করে, আইএমইআই নম্বর পরিবর্তনের মাধ্যমে বিক্রি করা হয়। আর এই কাজটি করেন জেলা শহরের পুরোনো থানা এলাকার ইসলামীয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায়, শাম্মী টেলিকমের আরিফ আহমেদ রকি।
র্যাবের কোম্পানি কমান্ডার শাহরিয়ার মাহমুদ আরও জানান, তথ্যের সত্যতা নিশ্চিত করে র্যাব সদস্যরা গত বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত জেলা শহরের বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ‘রেনডম ফরহাদ’ ছিনতাইকারী চক্রের প্রধান মো. ফরহাদ উদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করে। চক্রটির মূল হোতা ফরহাদ উদ্দিনের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদকসহ তিনটি মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা শাহরিয়ার জানান, তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ৩৯৪ ধারায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।
কিশোরগঞ্জে ‘রেনডম ফরহাদ’ নামে একটি ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে চক্রের মূল হোতা মো. ফরহাদ উদ্দিন (২৮), হোসেনপুর উপজেলার হাজীপুর গাবরগাঁও গ্রামের গোলাম সোবহানের ছেলে মারুফ আহমদ (২০) এবং সদর উপজেলার ধনাইল গ্রামের দলিল উদ্দিন লিটনের ছেলে আরিফ আহমেদ রকি (৩০)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি মনিটর, মোবাইল ফোন ফ্লাশ এবং আইএমইআই নম্বর পরিবর্তনের বিভিন্ন ডিভাইস ও ক্যাবল উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
এ বিষয়ে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ আজকের পত্রিকাকে জানান, গোপন সূত্রে জানতে পারি কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে আসছিল ‘রেনডম ফরহাদ’ নামের একটি ছিনতাইকারী চক্র। সেসব ছিনতাই করা মোবাইলের লক ফ্ল্যাশ ও আনলক করে, আইএমইআই নম্বর পরিবর্তনের মাধ্যমে বিক্রি করা হয়। আর এই কাজটি করেন জেলা শহরের পুরোনো থানা এলাকার ইসলামীয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায়, শাম্মী টেলিকমের আরিফ আহমেদ রকি।
র্যাবের কোম্পানি কমান্ডার শাহরিয়ার মাহমুদ আরও জানান, তথ্যের সত্যতা নিশ্চিত করে র্যাব সদস্যরা গত বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত জেলা শহরের বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ‘রেনডম ফরহাদ’ ছিনতাইকারী চক্রের প্রধান মো. ফরহাদ উদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করে। চক্রটির মূল হোতা ফরহাদ উদ্দিনের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদকসহ তিনটি মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা শাহরিয়ার জানান, তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ৩৯৪ ধারায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
৬ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৭ ঘণ্টা আগে