Ajker Patrika

বঙ্গবাজারে আগুন নেভাতে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিমানবাহিনী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৬: ০৭
বঙ্গবাজারে আগুন নেভাতে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিমানবাহিনী 

রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিটের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীও যোগ দিয়েছে। ইতিমধ্যে সাহায্যকারী সেনাদল ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার কাজ শুরু করেছে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গবাজার ও এর আশপাশে তৈরি পোশাক, ব্যাগ, স্টেশনারিসহ বিভিন্ন সামগ্রীর পাইকারি ও খুচরা প্রায় ২ হাজার দোকান রয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

 রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে কাজ করছেএ নিয়ে স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণ শুরু করেন। প্রথমে ২১টি ইউনিট কাজ শুরু করে। এরপর তা বাড়িয়ে ৪৭টি করা হয়েছে। আগুন এখনো জ্বলছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা কোনো হতাহতের ঘটনা জানতে পারিনি। নিয়ন্ত্রণে আসার পরই আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত