রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরা পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় পৌর যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেনকে আওয়ামী যুবলীগের দলীয় কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রায়পুরা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মিলন মিয়া ও সাধারণ সম্পাদক মো. আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মো. আনোয়ার হোসেনকে দলীয় কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। মো. আনোয়ার হোসেন পৌর আওয়ামী যুবলীগে সভাপতি পদে ছিলেন। বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কাজের অভিযোগ এনে তাঁকে পৌর যুবলীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, মো. আনোয়ার হোসেনকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন দেয়নি। পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবকে মনোনয়ন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্রের ২২(ক) অনুচ্ছেদ মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের পরামর্শে আপনাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
এ ব্যাপারে মেয়র পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমাকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা ও পৌর একই সমমান হওয়ায় তাদের কাছে জবাব দিতে আমি রাজি নই। পৌর যুবলীগ জেলা যুবলীগের অধীনস্থ। নির্বাচনকে সামনে রেখে আমার গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে।’
উপজেলা যুবলীগের সভাপতি মো. মিলন মাস্টার বলেন, ‘অব্যাহতির লিখিত পত্রটি আপনাকে দিয়ে দেব। এই মুহূর্তে কোনো বক্তব্য দেব না।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভায় মেয়র পদে লড়ছেন পাঁচজন। ৯টি ওয়ার্ডে ২৮ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৯ জন। পৌরসভায় প্রায় ২৬ হাজার ৫১৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৫৬৭ জন নারী আর ১২ হাজার ৯৫০ জন পুরুষ ভোটার। ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি। ভোটকক্ষের সংখ্যা ৭৬টি।
রায়পুরা পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় পৌর যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেনকে আওয়ামী যুবলীগের দলীয় কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রায়পুরা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মিলন মিয়া ও সাধারণ সম্পাদক মো. আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মো. আনোয়ার হোসেনকে দলীয় কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। মো. আনোয়ার হোসেন পৌর আওয়ামী যুবলীগে সভাপতি পদে ছিলেন। বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কাজের অভিযোগ এনে তাঁকে পৌর যুবলীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, মো. আনোয়ার হোসেনকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন দেয়নি। পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবকে মনোনয়ন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্রের ২২(ক) অনুচ্ছেদ মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের পরামর্শে আপনাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
এ ব্যাপারে মেয়র পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমাকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা ও পৌর একই সমমান হওয়ায় তাদের কাছে জবাব দিতে আমি রাজি নই। পৌর যুবলীগ জেলা যুবলীগের অধীনস্থ। নির্বাচনকে সামনে রেখে আমার গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে।’
উপজেলা যুবলীগের সভাপতি মো. মিলন মাস্টার বলেন, ‘অব্যাহতির লিখিত পত্রটি আপনাকে দিয়ে দেব। এই মুহূর্তে কোনো বক্তব্য দেব না।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভায় মেয়র পদে লড়ছেন পাঁচজন। ৯টি ওয়ার্ডে ২৮ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৯ জন। পৌরসভায় প্রায় ২৬ হাজার ৫১৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৫৬৭ জন নারী আর ১২ হাজার ৯৫০ জন পুরুষ ভোটার। ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি। ভোটকক্ষের সংখ্যা ৭৬টি।
ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে যশোরের চাঁচড়ার দূরত্ব ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার। এ মহাসড়ক ধরে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মালবাহী ও যাত্রীবাহী যানবাহন বেনাপোল ও দর্শনা স্থলবন্দর, মোংলা সমুদ্রবন্দরসহ দক্ষিণের জেলায় যাতায়াত করে। খুলনার সঙ্গে রাজশাহীর যোগাযোগের একমাত্র সড়কপথও এটি। অথচ মহাসড়ক
৪১ মিনিট আগেগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও গ্রাম পুলিশের সদস্যকে মারধর করা হয়েছে। স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনে দেরি হওয়ায় দলীয় নেতা-কর্মীরা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।
৯ ঘণ্টা আগেপ্রতিবছরই আইনি সহায়তাপ্রত্যাশী নারীর সংখ্যা বাড়ছে। তবে এখনো অনেক নারী সহিংসতার শিকার হলেও মামলা করছেন না। সার্বিক পরিস্থিতির বিচারে সহিংসতার শিকার নারীদের বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ ও বিচারকসহ সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক আ
১০ ঘণ্টা আগেঢাকার শাহবাগ থানা কিছুটা সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। থানা সরিয়ে এর প্রবেশ মুখ উত্তর দিকে করা হবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আ
১১ ঘণ্টা আগে