Ajker Patrika

রাজধানীর গুলিস্তানে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

ঢামেক প্রতিনিধি
রাজধানীর গুলিস্তানে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

রাজধানীর গুলিস্তানে ছুরিকাঘাতে মো. জাহাঙ্গীর হোসেন (৪৮) নামে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তিনি শাহবাগ থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে গুলিস্তান টিএন্ডটি অফিসের পাশের ফুটপাতে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আহত জাহাঙ্গীর হোসেন জানান, তিনি শাহবাগ থানায় এসআই হিসেবে কর্মরত। মামলার কাজে পুরান ঢাকায় জজকোর্টে যান। রাতে বাসে করে এসে গুলিস্তানে নামেন। 

এসআই বলেন, ‘রাস্তা পার হয়ে টিএন্ডটি অফিসের সামনে দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে আসছিলাম। টিএন্ডটি অফিসের সামনে আসলে পেছন থেকে কে বা কারা ছুরি মেরে পালিয়ে যায়। কেন আমাকে ছুরি মেরেছে, তা বলতে পারছি না।’ 

আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু সাইদ হাছান বলেন, ‘ঘটনার সময় আমরা ওই পুলিশ সদস্যের পেছনে ছিলাম। হঠাৎ এক যুবক ওই পুলিশ সদস্যকে ছুরি মেরে দৌড়ে পালিয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারি। এ সময় ছুরিটি ওই পুলিশ কর্মকর্তার পিঠে ঝুলে ছিল।’ 

সাইদ আরও বলেন, ‘পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসি। ওই অজ্ঞাত যুবকের বয়স হবে আনুমানিক (২০) বছর। ওই যুবকের পরনে একটি লুঙ্গি ছিল। গায়ে কিছু ছিল না।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত পুলিশ কর্মকর্তার পিঠে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত