নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির হয়ে এই মামলা দায়ের করেন তিনি।
তাঁর আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রুহুল কবির রিজভীর বিরুদ্ধে করা মানহানির মামলা মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
ওই আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সকালে আইনজীবীর মাধ্যমে মামলা দাখিল করেন হিরো আলম। এরপর দুপুর ১২টার দিকে মামলার শুনানি হয়। হিরো আলম আদালতে জবানবন্দি দেন। তিনি আদালতকে বলেন, ‘আমি কয়েকবার সংসদ নির্বাচন করেছি। নির্বাচন কমিশন আমাকে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। অথচ আমাকে অর্ধপাগল অর্ধশিক্ষিত বলে গালিগালাজ করেছেন রুহুল কবির রিজভী। আমি এর বিচার চাই যাতে ভবিষ্যতে আমাকে কেউ এভাবে গালিগালাজ করতে না পারে।’
হিরো আলম আদালতে আরও বলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আদালতের কাছে তিনি নিরাপত্তা চান।
আগের দিন রোববার সকালে মহানগর গোয়েন্দা অফিসে (ডিবি) অভিযোগ নিয়ে যান হিরো আলম। কিন্তু ডিবি আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়।
এ সময় হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছেন। তিনি একজন সংসদ সদস্য প্রার্থীকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন তা তিনি বলতে পারেন না।’
মামলায় হিরো আলম উল্লেখ করেন, রিজভীর কথায় তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর মানহানি হয়েছে।
গত ১৮ জুলাই রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন। রিজভীর ওই মন্তব্য গত পাঁচ আগস্ট সকালে তিনি ইউটিউবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান। সেটা দেখার পরে তিনি মামলা করার সিদ্ধান্ত নেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির হয়ে এই মামলা দায়ের করেন তিনি।
তাঁর আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রুহুল কবির রিজভীর বিরুদ্ধে করা মানহানির মামলা মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
ওই আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সকালে আইনজীবীর মাধ্যমে মামলা দাখিল করেন হিরো আলম। এরপর দুপুর ১২টার দিকে মামলার শুনানি হয়। হিরো আলম আদালতে জবানবন্দি দেন। তিনি আদালতকে বলেন, ‘আমি কয়েকবার সংসদ নির্বাচন করেছি। নির্বাচন কমিশন আমাকে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। অথচ আমাকে অর্ধপাগল অর্ধশিক্ষিত বলে গালিগালাজ করেছেন রুহুল কবির রিজভী। আমি এর বিচার চাই যাতে ভবিষ্যতে আমাকে কেউ এভাবে গালিগালাজ করতে না পারে।’
হিরো আলম আদালতে আরও বলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আদালতের কাছে তিনি নিরাপত্তা চান।
আগের দিন রোববার সকালে মহানগর গোয়েন্দা অফিসে (ডিবি) অভিযোগ নিয়ে যান হিরো আলম। কিন্তু ডিবি আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়।
এ সময় হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছেন। তিনি একজন সংসদ সদস্য প্রার্থীকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন তা তিনি বলতে পারেন না।’
মামলায় হিরো আলম উল্লেখ করেন, রিজভীর কথায় তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর মানহানি হয়েছে।
গত ১৮ জুলাই রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন। রিজভীর ওই মন্তব্য গত পাঁচ আগস্ট সকালে তিনি ইউটিউবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান। সেটা দেখার পরে তিনি মামলা করার সিদ্ধান্ত নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১৫ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৩৯ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
১ ঘণ্টা আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
১ ঘণ্টা আগে