গাজীপুর প্রতিনিধি
ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ হয়েছে। সপ্তম দিনের মতো আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া ওই বিক্ষোভ চলে বেলা ২টা পর্যন্ত। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে এবং একটি পিকআপ আগুনে পুড়িয়ে দেয়। তাতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর থেকে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আন্দোলন শুরু করে শ্রমিকেরা। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিচালা এলাকার লেগোস অ্যাপারেলস, এটিএস, বে-ফুটওয়্যারসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা সপ্তম দিনের মতো বিক্ষোভ করে।
সকাল ৯টা থেকে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামে। এ সময় কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা ও টিয়ার শেল নিক্ষেপ করে। তাতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
আন্দোলনকারী শ্রমিকদের একটি অংশ গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা এলাকায় অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর করতে গেলে শিল্প পুলিশ ও বাসন থানা-পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তাতে শ্রমিকেরা প্রথমে ছত্রভঙ্গ হলেও পরে আবার সঙ্ঘবদ্ধ হয়ে বিক্ষোভ করে ও কারখানায় ঢিল ছোড়ে। এ সময় উত্তেজিত শ্রমিকেরা মহাসড়কের কলম্বিয়া এলাকায় একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়।
এদিকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। হরতালের পরদিন মানুষ তাদের কর্মস্থলে রওনা হলেও সড়ক অবরোধের কারণে তারা যেতে পারছে না। পড়েছে চরম ভোগান্তিতে। অনেকেই হেঁটে রওনা হয়ে পথে আটকা পড়েছে।
কারখানা শ্রমিকেরা বলেন, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও তাঁদের কাজের দাম বাড়েনি। তাঁদের দাবি, ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা নির্ধারণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
এ বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, শ্রমিকেরা আজ সকাল ১০টার পর থেকে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। শ্রমিকদের নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি মহানগর পুলিশ কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। তারা উত্তেজিত হয়ে ভাঙচুর ও ইটপাটকেল ছোড়ে। ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি।’
ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ হয়েছে। সপ্তম দিনের মতো আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া ওই বিক্ষোভ চলে বেলা ২টা পর্যন্ত। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে এবং একটি পিকআপ আগুনে পুড়িয়ে দেয়। তাতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর থেকে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আন্দোলন শুরু করে শ্রমিকেরা। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিচালা এলাকার লেগোস অ্যাপারেলস, এটিএস, বে-ফুটওয়্যারসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা সপ্তম দিনের মতো বিক্ষোভ করে।
সকাল ৯টা থেকে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামে। এ সময় কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা ও টিয়ার শেল নিক্ষেপ করে। তাতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
আন্দোলনকারী শ্রমিকদের একটি অংশ গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা এলাকায় অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর করতে গেলে শিল্প পুলিশ ও বাসন থানা-পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তাতে শ্রমিকেরা প্রথমে ছত্রভঙ্গ হলেও পরে আবার সঙ্ঘবদ্ধ হয়ে বিক্ষোভ করে ও কারখানায় ঢিল ছোড়ে। এ সময় উত্তেজিত শ্রমিকেরা মহাসড়কের কলম্বিয়া এলাকায় একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়।
এদিকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। হরতালের পরদিন মানুষ তাদের কর্মস্থলে রওনা হলেও সড়ক অবরোধের কারণে তারা যেতে পারছে না। পড়েছে চরম ভোগান্তিতে। অনেকেই হেঁটে রওনা হয়ে পথে আটকা পড়েছে।
কারখানা শ্রমিকেরা বলেন, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও তাঁদের কাজের দাম বাড়েনি। তাঁদের দাবি, ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা নির্ধারণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
এ বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, শ্রমিকেরা আজ সকাল ১০টার পর থেকে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। শ্রমিকদের নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি মহানগর পুলিশ কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। তারা উত্তেজিত হয়ে ভাঙচুর ও ইটপাটকেল ছোড়ে। ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি।’
নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
১৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ফজলুল করিম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই নির্দেশ দেন।
১৬ মিনিট আগেসরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুরের ঘটনায় আল্টিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসির দিকে অগ্রসর হচ্ছে।
২২ মিনিট আগে