শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
এ দেশের মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও লুটপাটের অপরাধে সাজাপ্রাপ্ত আলীম উদ্দিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে তাঁর মেয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুদ্ধাপরাধী আলীম উদ্দিন খান পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার সাধুয়া গ্রামের মৃত আব্দুল গফুর খানের ছেলে।
আলীম উদ্দিন খানের বিরুদ্ধে ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও লুটপাটের দায়ে তাঁকে সাজা দেন আদালত। প্রত্যেকটি অপরাধের জন্য ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয় তাঁকে।
মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন খানের ছেলে সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৪ সালে আমার বাবা মারা যাওয়ার পর থেকে মামলাটি আমি চালিয়ে আসছি। মামলার রায় হওয়ার পর থেকে তিনি দেশের বিভিন্ন জেলায় পলাতক ছিলেন। সর্বশেষ তিনি তাঁর মেয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। আজ (রোববার) তাঁকে গ্রেপ্তার করা হয়েছে শুনে অনেক খুশি হয়েছি। আমার বাবা বেঁচে থাকলে আরও খুশি হতেন।’
স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুদিন আগে গ্রেপ্তারকৃত রাজাকার আলীম উদ্দিনের মেয়ের স্বামী মারা যান। এ সময় তিনি জনসম্মুখে উপস্থিত হলে অনেক মানুষ তাঁর বিষয়ে নিশ্চিত হয়ে হয়তো পুলিশকে খবর দিয়েছে। এরপর পুলিশের বেশ কয়েকজন সদস্য এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।’
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে মেয়ে রিনা আক্তারের বাড়িতে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। শ্রীপুর থানা-পুলিশের সহযোগিতায় আজ (রোববার) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
এ দেশের মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও লুটপাটের অপরাধে সাজাপ্রাপ্ত আলীম উদ্দিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে তাঁর মেয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুদ্ধাপরাধী আলীম উদ্দিন খান পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার সাধুয়া গ্রামের মৃত আব্দুল গফুর খানের ছেলে।
আলীম উদ্দিন খানের বিরুদ্ধে ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও লুটপাটের দায়ে তাঁকে সাজা দেন আদালত। প্রত্যেকটি অপরাধের জন্য ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয় তাঁকে।
মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন খানের ছেলে সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৪ সালে আমার বাবা মারা যাওয়ার পর থেকে মামলাটি আমি চালিয়ে আসছি। মামলার রায় হওয়ার পর থেকে তিনি দেশের বিভিন্ন জেলায় পলাতক ছিলেন। সর্বশেষ তিনি তাঁর মেয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। আজ (রোববার) তাঁকে গ্রেপ্তার করা হয়েছে শুনে অনেক খুশি হয়েছি। আমার বাবা বেঁচে থাকলে আরও খুশি হতেন।’
স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুদিন আগে গ্রেপ্তারকৃত রাজাকার আলীম উদ্দিনের মেয়ের স্বামী মারা যান। এ সময় তিনি জনসম্মুখে উপস্থিত হলে অনেক মানুষ তাঁর বিষয়ে নিশ্চিত হয়ে হয়তো পুলিশকে খবর দিয়েছে। এরপর পুলিশের বেশ কয়েকজন সদস্য এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।’
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে মেয়ে রিনা আক্তারের বাড়িতে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। শ্রীপুর থানা-পুলিশের সহযোগিতায় আজ (রোববার) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
পাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
৩ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
২০ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
২৫ মিনিট আগেবরগুনার আমতলীতে এক দিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে