নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার কক্ষ থেকে মনোয়ার হোসেন (৫৯) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় তাঁর লাশ উদ্ধার করে তেজগাঁও থানা-পুলিশ। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মনোয়ার হোসেনের গ্রামের বাড়ি বগুড়া সদরে। তিনি রাজধানী ঢাকার নারিন্দায় বসবাস করতেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চিকিৎসক স্থগিত থাকা ইনক্রিমেন্ট ও পেনশনের টাকা চালুর আবেদন নিয়ে এসেছিলেন। এরপর তাঁর সাবেক কর্মস্থলের এক কর্মকর্তার কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
শাহ আলম বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার কক্ষ থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পিএসসির নন ক্যাডারে পরিবার পরিকল্পনায় মেডিকেল অফিসার হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন। নরসিংদীর রায়পুরা উপজেলায় কর্মরত থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এই অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এক বছরের ইনক্রিমেন্ট স্থগিত ছিল। পাশাপাশি তাঁকে জরিমানা করা হয়েছিল। ফলে তাঁর পেনশন স্থগিত ছিল। আজ তিনি জরিমানা মাফ ও পেনশন চালুর আবেদন নিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন নিহতের ভাই।
পরিবারের বরাত দিয়ে পরিদর্শক শাহ আলম আরও বলেন, ঢাকায় আসার পরে মনোয়ার তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। ভাইয়ের সঙ্গে কথা বলেন। তাঁর কাছ থেকে টাকাও আনেন। তবে এরপর কী হয়েছে সেটি জানা যায়নি।
নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
তেজগাঁও থানা-পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার থানায় এসেছে। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার কক্ষ থেকে মনোয়ার হোসেন (৫৯) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় তাঁর লাশ উদ্ধার করে তেজগাঁও থানা-পুলিশ। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মনোয়ার হোসেনের গ্রামের বাড়ি বগুড়া সদরে। তিনি রাজধানী ঢাকার নারিন্দায় বসবাস করতেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চিকিৎসক স্থগিত থাকা ইনক্রিমেন্ট ও পেনশনের টাকা চালুর আবেদন নিয়ে এসেছিলেন। এরপর তাঁর সাবেক কর্মস্থলের এক কর্মকর্তার কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
শাহ আলম বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার কক্ষ থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পিএসসির নন ক্যাডারে পরিবার পরিকল্পনায় মেডিকেল অফিসার হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন। নরসিংদীর রায়পুরা উপজেলায় কর্মরত থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এই অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এক বছরের ইনক্রিমেন্ট স্থগিত ছিল। পাশাপাশি তাঁকে জরিমানা করা হয়েছিল। ফলে তাঁর পেনশন স্থগিত ছিল। আজ তিনি জরিমানা মাফ ও পেনশন চালুর আবেদন নিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন নিহতের ভাই।
পরিবারের বরাত দিয়ে পরিদর্শক শাহ আলম আরও বলেন, ঢাকায় আসার পরে মনোয়ার তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। ভাইয়ের সঙ্গে কথা বলেন। তাঁর কাছ থেকে টাকাও আনেন। তবে এরপর কী হয়েছে সেটি জানা যায়নি।
নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
তেজগাঁও থানা-পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার থানায় এসেছে। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমীনের লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সীমান্তের ২০৫০ পিলারের সামনে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
৪০ মিনিট আগেরংপুরের পীরগঞ্জে ২৭০ জন প্রতিবন্ধীর ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা আত্মসাতের চেষ্টা চালানো হয়েছিল। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে জানাজানি হলে ওই টাকা আত্মসাতে ব্যর্থ হন জড়িত ব্যক্তিরা। তবে ঘটনার চার মাসেও ভাতাভোগীরা টাকা ফেরত পাননি বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বর্জ্যব্যবস্থাপনার জমি ক্রয়ে সাবেক মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি মূল্যে কেনা জমির প্রকৃত মূল্য না দিয়ে জমির দাতাকে মাত্র ১০ লাখ টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়।
৯ ঘণ্টা আগেকারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল ও খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন পলাতক হয়েছেন। হাজিরার দিনে আদালতে অনুপস্থিত থাকায় ইতিমধ্যে পলাতক হিসেবে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলেছে, আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মতো...
৯ ঘণ্টা আগে