Ajker Patrika

এসেছিলেন পেনশন চাইতে, লাশ মিলল কর্মস্থলেরই এক কর্মকর্তার কক্ষে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০০: ৩৪
এসেছিলেন পেনশন চাইতে, লাশ মিলল কর্মস্থলেরই এক কর্মকর্তার কক্ষে

রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার কক্ষ থেকে মনোয়ার হোসেন (৫৯) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় তাঁর লাশ উদ্ধার করে তেজগাঁও থানা-পুলিশ। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।  

নিহত মনোয়ার হোসেনের গ্রামের বাড়ি বগুড়া সদরে। তিনি রাজধানী ঢাকার নারিন্দায় বসবাস করতেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চিকিৎসক স্থগিত থাকা ইনক্রিমেন্ট ও পেনশনের টাকা চালুর আবেদন নিয়ে এসেছিলেন। এরপর তাঁর সাবেক কর্মস্থলের এক কর্মকর্তার কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

শাহ আলম বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার কক্ষ থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পিএসসির নন ক্যাডারে পরিবার পরিকল্পনায় মেডিকেল অফিসার হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন। নরসিংদীর রায়পুরা উপজেলায় কর্মরত থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এই অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এক বছরের ইনক্রিমেন্ট স্থগিত ছিল। পাশাপাশি তাঁকে জরিমানা করা হয়েছিল। ফলে তাঁর পেনশন স্থগিত ছিল। আজ তিনি জরিমানা মাফ ও পেনশন চালুর আবেদন নিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন নিহতের ভাই।

পরিবারের বরাত দিয়ে পরিদর্শক শাহ আলম আরও বলেন, ঢাকায় আসার পরে মনোয়ার তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। ভাইয়ের সঙ্গে কথা বলেন। তাঁর কাছ থেকে টাকাও আনেন। তবে এরপর কী হয়েছে সেটি জানা যায়নি।

নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। 

তেজগাঁও থানা-পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার থানায় এসেছে। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত