নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল থেকে সাদিক অ্যাগ্রোর খামার উচ্ছেদের পর খাল খনন শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ শুক্রবার সকাল থেকে খনন শুরু করা হয়। এর আগে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৬০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে ১০ বিঘা জমি উদ্ধার করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
আজ বিকেলে সরেজমিন দেখা যায়, একটি বেকু মেশিন দিয়ে ভরাট হওয়া খালের মাটি সরিয়ে দেওয়া হচ্ছে। আর একটি বুলডোজার দাঁড়ানো অবস্থায় ছিল সাদিক অ্যাগ্রো খামারের পেছনের অংশে। আশপাশের কিছু উৎসুক মানুষ খাল খননের দৃশ্য দেখছিলেন। সেখানে স্থানীয় প্রবীণ বাসিন্দা বশির আহমদের সঙ্গে কথা হয়। তিনি বলেন, খালটা অনেক চওড়া ছিল। একসময় সাঁতার কেটেছি। দখলের কারণে এখন খালের কোনো নিশানা পর্যন্ত নেই।
সাদিক অ্যাগ্রোর দক্ষিণ–পূর্ব পাশে একটি একতলা স্থাপনা রয়েছে মোহাম্মদ ফারুকের। বুলডোজার দিয়ে তাঁর বাড়িরও কিছু অংশ ভাঙা হয়েছে। ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘সাদিক অ্যাগ্রো খালে ময়লা ফেলছে। খালের কিছু অংশে তাঁর খামার রয়েছে। এখন সাদিকের ইমরান ছাগল নিয়ে ভাইরাল হওয়ায় আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ বলেন, ‘খাল চওড়া ছিল ১০০ থেকে ১২০ ফিটের মধ্যে। খালের মধ্যে যে স্থাপনা পড়বে, তা আমরা ভেঙে দেব। খালে অবৈধ দখলের কারণে বৃষ্টি হলে এলাকা জলাবদ্ধ হয়ে যায়, পানি ঠিকমতো যেতে পারে না। পর্যায়ক্রমে সব খালই উদ্ধার করা হবে।’ পাশের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সীমানার মধ্যে খালের কিছু জায়গা আছে বলেও জানান তিনি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান প্রমুখ। মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিএস নকশা অনুসারে খাল উদ্ধারে অভিযান চলছে। রামচন্দ্রপুর খালের এই অংশে চার দিনের উচ্ছেদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী দুই দিনও উচ্ছেদ অভিযান ও খাল খননের কার্যক্রম চলবে।’
রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল থেকে সাদিক অ্যাগ্রোর খামার উচ্ছেদের পর খাল খনন শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ শুক্রবার সকাল থেকে খনন শুরু করা হয়। এর আগে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৬০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে ১০ বিঘা জমি উদ্ধার করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
আজ বিকেলে সরেজমিন দেখা যায়, একটি বেকু মেশিন দিয়ে ভরাট হওয়া খালের মাটি সরিয়ে দেওয়া হচ্ছে। আর একটি বুলডোজার দাঁড়ানো অবস্থায় ছিল সাদিক অ্যাগ্রো খামারের পেছনের অংশে। আশপাশের কিছু উৎসুক মানুষ খাল খননের দৃশ্য দেখছিলেন। সেখানে স্থানীয় প্রবীণ বাসিন্দা বশির আহমদের সঙ্গে কথা হয়। তিনি বলেন, খালটা অনেক চওড়া ছিল। একসময় সাঁতার কেটেছি। দখলের কারণে এখন খালের কোনো নিশানা পর্যন্ত নেই।
সাদিক অ্যাগ্রোর দক্ষিণ–পূর্ব পাশে একটি একতলা স্থাপনা রয়েছে মোহাম্মদ ফারুকের। বুলডোজার দিয়ে তাঁর বাড়িরও কিছু অংশ ভাঙা হয়েছে। ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘সাদিক অ্যাগ্রো খালে ময়লা ফেলছে। খালের কিছু অংশে তাঁর খামার রয়েছে। এখন সাদিকের ইমরান ছাগল নিয়ে ভাইরাল হওয়ায় আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ বলেন, ‘খাল চওড়া ছিল ১০০ থেকে ১২০ ফিটের মধ্যে। খালের মধ্যে যে স্থাপনা পড়বে, তা আমরা ভেঙে দেব। খালে অবৈধ দখলের কারণে বৃষ্টি হলে এলাকা জলাবদ্ধ হয়ে যায়, পানি ঠিকমতো যেতে পারে না। পর্যায়ক্রমে সব খালই উদ্ধার করা হবে।’ পাশের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সীমানার মধ্যে খালের কিছু জায়গা আছে বলেও জানান তিনি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান প্রমুখ। মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিএস নকশা অনুসারে খাল উদ্ধারে অভিযান চলছে। রামচন্দ্রপুর খালের এই অংশে চার দিনের উচ্ছেদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী দুই দিনও উচ্ছেদ অভিযান ও খাল খননের কার্যক্রম চলবে।’
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
২ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
২ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
২ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
২ ঘণ্টা আগে