অতিরিক্ত ক্রেতা, আড়ংকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২১, ২২: ০৩

ঢাকা: স্বাস্থ্যবিধি না মানায় আড়ং শপিংমলকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আসাদগেটের আড়ংয়ের আউটলেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, অভিযানকালে মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

তাজুল ইসলাম বলেন, 'শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না আজ বিকেলে তা পরিদর্শনে যান মেয়র আতিকুল ইসলাম। সে সময় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসাদগেট আড়ংয়ের ভেতরে ঢুকে দেখা যায়, ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষ সেখানে। অর্থাৎ, স্বাস্থ্যবিধি মেনে যত মানুষ থাকার কথা ছিল, তার চেয়ে অনেক বেশি লোক সেখানে উপস্থিত ছিলেন।’

তিনি বলেন, 'পরিস্থিতি দেখে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ আড়ংকে এক লাখ টাকা জরিমানা করেন। আর সেখানে থাকা এক ক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।’

ঘটনাস্থলে মেয়র মো. আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা রাখবে। আড়ংয়ের এখানে ধারণক্ষমতার চাইতে বেশি লোক ঢুকেছে, অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছে। আজ আড়ংকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরপর যদি না মানে তাহলে আড়ং বন্ধ করে দেওয়া হবে।'

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত