নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রযুক্তিতে উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডি) আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গ্রিন ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রিন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (এলপিআর) ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিহাবুদ্দিন, সিএসই বিভাগের চেয়ারপারসন ড. মুহাম্মদ আমিনুর রহমান, সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্টাডিজের ডিরেক্টর ড. সিরাজুম মুনীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চুক্তির ফলে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা; বিশেষত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ছাত্র-ছাত্রীরা ওয়ালটনে গবেষণা ও কাজের সুযোগ পাবেন। অন্যান্য সুযোগের মধ্যে রয়েছে গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ট্রেনিং ও প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ।
সংশ্লিষ্টরা জানান, সমঝোতা স্মারকের আওতায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রিসার্চ, একাডেমিক এবং ক্যারিয়ারের বিভিন্ন ক্ষেত্রে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহযোগিতা করবে। পুরো বিষয়টি দেখভালের জন্য উভয় প্রতিষ্ঠান থেকে কি-পারসন নিযুক্ত করার পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসেডরও নিয়োগ দেবে ওয়ালটন।
প্রযুক্তিতে উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডি) আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গ্রিন ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রিন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (এলপিআর) ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিহাবুদ্দিন, সিএসই বিভাগের চেয়ারপারসন ড. মুহাম্মদ আমিনুর রহমান, সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্টাডিজের ডিরেক্টর ড. সিরাজুম মুনীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চুক্তির ফলে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা; বিশেষত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ছাত্র-ছাত্রীরা ওয়ালটনে গবেষণা ও কাজের সুযোগ পাবেন। অন্যান্য সুযোগের মধ্যে রয়েছে গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ট্রেনিং ও প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ।
সংশ্লিষ্টরা জানান, সমঝোতা স্মারকের আওতায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রিসার্চ, একাডেমিক এবং ক্যারিয়ারের বিভিন্ন ক্ষেত্রে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহযোগিতা করবে। পুরো বিষয়টি দেখভালের জন্য উভয় প্রতিষ্ঠান থেকে কি-পারসন নিযুক্ত করার পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসেডরও নিয়োগ দেবে ওয়ালটন।
সম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক
৩ মিনিট আগেমোহন মিয়া (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
৩ ঘণ্টা আগেমো. মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বেতন-ভাতাদি পেলেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন, টেলিফোন, মোবাইল ফোন ও সংবাদপত্রসংক্রান্ত কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।
৩ ঘণ্টা আগে