নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে রাজধানীর আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। আজ শুক্রবার ধানমন্ডি সাত মসজিদ রোডের ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে মা-বাবার কবরের পাশে চিরশায়িত করা হয়।
সাত মসজিদ রোডের ঈদগাহ মাঠে জানাজার আগে সেন্ট্রাল রোডে আরেফিন সিদ্দিকের বাড়ির কাছে মসজিদের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা শেষে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক আজকের পত্রিকাকে জানান, বাদ জুমা রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মাঠে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে পিতা-মাতার পাশে তাঁকে চিরশায়িত করা হয়েছে।
তবে দুইবারের উপাচার্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা এই বরেণ্য শিক্ষকের জানাজা ক্যাম্পাসে না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
আরেফিন সিদ্দিক (৭১) মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সাল পর্যন্ত তিনি দুই দফা উপাচার্যের দায়িত্ব পালন করেন। পরে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তিনি অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে তিনি অবসরে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে রাজধানীর আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। আজ শুক্রবার ধানমন্ডি সাত মসজিদ রোডের ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে মা-বাবার কবরের পাশে চিরশায়িত করা হয়।
সাত মসজিদ রোডের ঈদগাহ মাঠে জানাজার আগে সেন্ট্রাল রোডে আরেফিন সিদ্দিকের বাড়ির কাছে মসজিদের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা শেষে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক আজকের পত্রিকাকে জানান, বাদ জুমা রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মাঠে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে পিতা-মাতার পাশে তাঁকে চিরশায়িত করা হয়েছে।
তবে দুইবারের উপাচার্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা এই বরেণ্য শিক্ষকের জানাজা ক্যাম্পাসে না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
আরেফিন সিদ্দিক (৭১) মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সাল পর্যন্ত তিনি দুই দফা উপাচার্যের দায়িত্ব পালন করেন। পরে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তিনি অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে তিনি অবসরে যান।
পবিত্র রমজান মাসে ছুটির দিন মানে বিপণিবিতানগুলোতে উপচে পড়া ভিড়। গতকাল শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি। সকাল থেকে ভিড় দেখা গেছে রাজধানীর অধিকাংশ শপিং মলে। পরিবার-পরিজন নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন ক্রেতারা।
৫ ঘণ্টা আগেকুড়িগ্রামে প্রশাসনকে ‘ম্যানেজ করে’ বেপরোয়াভাবে চলছে অবৈধ ইটভাটা। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানাসহ অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিলেও মালিকপক্ষ তাতে কর্ণপাত করছে না।
৬ ঘণ্টা আগেফরিদপুরের গড়াই নদের লংকারচর বালুমহাল ইজারায় অনিয়মের অভিযোগ উঠেছে। এতে বিক্রি হওয়া ১৯টি দরপত্রের মধ্যে জমা পড়েছে মাত্র একটি। ঠিকাদারদের দরপত্র জমাদানে বাধা সৃষ্টি করে এক যুবলীগ নেতাকে ইজারা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে...
৬ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (ডিএই) বদলি ও পদায়ন নিয়ে তৈরি হওয়া অস্থিরতা থামছেই না। কখনো স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে পোস্টার সাঁটানো, কখনো হুমকিধমকি ও রাজনৈতিক মামলায় আসামি করে হয়রানি, আবার কখনো দখল করা হচ্ছে কর্মকর্তাদের কক্ষ।
৬ ঘণ্টা আগে