নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান।
ডিএমপির একাধিক সূত্রে জানা গেছে, অবন্তিকার আত্মহত্যার ঘটনার পরদিন আজ শনিবার বিকেল থেকেই এই দুজন পুলিশি হেফাজতে আছেন। তাঁদের কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় কুমিল্লায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুরো প্রক্রিয়াটি কুমিল্লা জেলা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে করা হচ্ছে।
অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁর সহপাঠী আম্মান সিদ্দিকী ও শিক্ষক দ্বীন ইসলামকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ডিএমপির তথ্যমতে, এর আগেই তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কে এই দ্বীন ইসলাম?
দ্বীন ইসলামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার রামচন্দ্রপুর গ্রামে। তিনি রামচন্দ্রপুর রামকান্ত উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করে একই এলাকার অধ্যাপক আব্দুল মজিদ কলেজ ভর্তি হন। কলেজজীবনের পাঠ চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগে ভর্তি হন।
বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ২০০৮-০৯ সালে ঢাবির মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। সে সময় হলের সভাপতি ছিলেন সাইদ মজুমদার, আর সাধারণ সম্পাদক ছিলেন জিয়াউল হায়দার তুহিন।
ছাত্রজীবন শেষ হলে জবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন দ্বীন ইসলাম। ২০২১ সালের ফেব্রুয়ারি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পান তিনি।
কে এই আম্মান সিদ্দিকী?
মোহাম্মদ রায়হান সিদ্দিকী আম্মানের বাড়ি পাবনার ঈশ্বরদীতে। ২০১৮-১৯ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী সদস্য, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফারাজির অনুসারী ও রেডিও প্রাইম নামে একটি এফএম রেডিওর জকি হিসেবে কাজ করতেন তিনি। ২০১৮ সালে উচ্চমাধ্যমিক পাস করেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে।
এই সম্পর্কিত আরও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান।
ডিএমপির একাধিক সূত্রে জানা গেছে, অবন্তিকার আত্মহত্যার ঘটনার পরদিন আজ শনিবার বিকেল থেকেই এই দুজন পুলিশি হেফাজতে আছেন। তাঁদের কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় কুমিল্লায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুরো প্রক্রিয়াটি কুমিল্লা জেলা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে করা হচ্ছে।
অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁর সহপাঠী আম্মান সিদ্দিকী ও শিক্ষক দ্বীন ইসলামকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ডিএমপির তথ্যমতে, এর আগেই তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কে এই দ্বীন ইসলাম?
দ্বীন ইসলামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার রামচন্দ্রপুর গ্রামে। তিনি রামচন্দ্রপুর রামকান্ত উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করে একই এলাকার অধ্যাপক আব্দুল মজিদ কলেজ ভর্তি হন। কলেজজীবনের পাঠ চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগে ভর্তি হন।
বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ২০০৮-০৯ সালে ঢাবির মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। সে সময় হলের সভাপতি ছিলেন সাইদ মজুমদার, আর সাধারণ সম্পাদক ছিলেন জিয়াউল হায়দার তুহিন।
ছাত্রজীবন শেষ হলে জবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন দ্বীন ইসলাম। ২০২১ সালের ফেব্রুয়ারি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পান তিনি।
কে এই আম্মান সিদ্দিকী?
মোহাম্মদ রায়হান সিদ্দিকী আম্মানের বাড়ি পাবনার ঈশ্বরদীতে। ২০১৮-১৯ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী সদস্য, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফারাজির অনুসারী ও রেডিও প্রাইম নামে একটি এফএম রেডিওর জকি হিসেবে কাজ করতেন তিনি। ২০১৮ সালে উচ্চমাধ্যমিক পাস করেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে।
এই সম্পর্কিত আরও পড়ুন:
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
১৮ মিনিট আগেসাতক্ষীরায় বিভিন্ন সময় হারানো ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে থানা–পুলিশ। এ ছাড়া ভুলে অন্যের বিকাশ নম্বরে চলে যাওয়া ৭১ হাজার ৫০০ টাকা আদায় করে দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।
৩৯ মিনিট আগে