সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১২

রাজধানীর আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ শনিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলে জ্যোতিকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা  আশুলিয়া থানার এসআই আবু তাহের মিয়া ৭ দিনের রিমান্ডে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিন রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার পর রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি হলেন জ্যোতি। 

এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র ও ড. মো. সাজ্জাদ হোসেন।

এ মামলায় বলা হয়, বাদী গত ৪ আগস্ট আনুমানিক সকাল ১০ টার দিকে ডেইরিগেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণভাবে যোগদান করেন। বেলা ৩টার দিকে সন্ত্রাসী বাহিনী বাইপাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতর্কিত গুলি ছোড়ে। আন্দোলনের সামনে অবস্থান করার কারণে বাইপাইল জামে মসজিদের ছাদের ওপর থেকে বাদীর পেটে স্নাইপার দিয়ে পুলিশ গুলি করে। 

বাদী সামনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাহার পায়ে গুলি করলে তখন বাদী সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। বাদীর পেটে স্নাইপারের একটি গুলি ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যায়। বাদীর শরীরে পেটে ১টি ও ঊরুতে ২টিসহ মোট ৩টি গুলি লাগে। 

গত ৫ আগস্ট তারিখ থেকে ১৩ আগস্ট পর্যন্ত বাদী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। বাদী কিছুটা সুস্থ হয়ে মামলা দায়ের করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও তাদের ছেলে সাফি মুদ্দাসির খান পলাতক ছিলেন। গত ১ সেপ্টেম্বর আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দুই সন্তানের মধ‌্যে একমাত্র ছেলে জ‌্যোতি পারিবারিক ব‌্যবসা প্রতিষ্ঠান সাভার রিফ্রাক্টরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

জ্যোতির বিরুদ্ধে পুলিশে পদোন্নতি, বদলি, টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নির্বাচন কমিশনে নিম্নমানের সামগ্রী সরবরাহের গুরুতর অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে এই মামলায় শুক্রবার ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত