নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্লীলতাহানি ও মারধরের মামলায় আংশিক সাক্ষ্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-৯-এ পরীমণি হাজির হয়ে জবানবন্দি দেন। বাকি সাক্ষ্য গ্রহণ হবে আগামী ১৩ সেপ্টেম্বর ক্যামেরা ট্রায়ালে। বিচারক শাহিনা হক সিদ্দিকা আজ পরীমণির জবানবন্দি লিপিবদ্ধ করেন।
সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে পরীমণি আদালতকে বলেন, ‘আমি ঘটনার কিছু বিষয় প্রকাশ্যে বলতে চাচ্ছি না।’ তখন বিচারক প্রশ্ন করেন, ‘আপনি কি ক্যামেরা ট্রায়াল করতে চান?’
এরপর পরীমণির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। সেদিন ক্যামেরা ট্রায়ালে এই মামলার সাক্ষ্য গ্রহণ হবে।
পরীমণির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত আজকের পত্রিকাকে বলেন, ওপেন কোর্টে পরীমণি কিছু কথা বলতে পারছিলেন না। এ কারণেই ক্যামেরা ট্রায়াল প্রয়োজন। তাই ট্রাইব্যুনাল-পরবর্তী তারিখে ক্যামেরা ট্রায়ালে বিচার করবেন বলে জানিয়েছেন।
এর আগে ২০২২ সালের ২৯ নভেম্বর পরীমণি আংশিক সাক্ষ্য দেন। ওই দিন অসুস্থতার কারণে পরীমণির সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি।
গত বছর ১৮ মে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
২০২১ সালের ১৪ জুন উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদ তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। বাকি চারজন অজ্ঞাতনামা। মামলার এজাহারে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
সেদিনই উত্তরা ১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির ও অমিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় দায়ের করা আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের অভিযোগপত্রে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়নি। কিন্তু মারধর ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়।
পরীমণি তাঁর মামলার এজাহারে বলেন, গত ৮ জুন রাত সাড়ে ১১টায় তিনি তাঁর বাসা থেকে কস্টিউম ডিজাইনার জিমি, জিমির বন্ধু অমি ও পরীমণির বোন বনিসহ দুটি গাড়িতে উত্তরার উদ্দেশে রওনা হন। পথে অমি বলেন, বেড়িবাঁধে ঢাকা বোট ক্লাব লিমিটেডে তাঁর দুই মিনিটের কাজ আছে। অমির কথামতো তাঁরা ঢাকা বোট ক্লাবের সামনে গত ৯ জুন রাত ১২টা ২০ মিনিটের সময় গাড়ি দাঁড় করান। কিন্তু বোট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তখন ঢাকা বোট ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দিলে অমি ভেতরে যান এবং অনুরোধ করেন পরীমণিদের ভেতরে যেতে। এরই মধ্যে পরীমণির ছোট বোন বনি ঢাকা বোট ক্লাবে প্রবেশ করে বারের কাছের টয়লেট ব্যবহার করেন। টয়লেট থেকে বের হতেই ১ নম্বর বিবাদী নাসির উদ্দিন মাহমুদ সবাইকে ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন এবং কফি খাওয়ার জন্য প্রস্তাব দেন।
এজাহারে আরও বলা হয়, পরীমণি বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমিসহ নাসির মদ পান করার জন্য জোর করেন। পরীমণি মদ পান করতে না চাইলে নাসির জোর করে পরীমণির মুখে মদের বোতল প্রবেশ করিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করেন, এতে তিনি সামনের ঠোঁটে আঘাত পান। নাসির পরীমণিকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং তাঁর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। জোর করে ধর্ষণের চেষ্টা করেন। নাসির উত্তেজিত হয়ে টেবিলে রাখা গ্লাস ও মদের বোতল ভাঙচুর করে পরীমণির গায়ে ছুড়ে মারেন। তখন কস্টিউম ডিজাইনার জিমি বাধা দিতে চাইলে তাঁকেও মারধর করে জখম করেন।
মামলায় আরও বলা হয়, অমি পরিকল্পিতভাবে পরীমণিকে বোট ক্লাবে নিয়ে নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে যোগসাজশ করে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন।
শ্লীলতাহানি ও মারধরের মামলায় আংশিক সাক্ষ্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-৯-এ পরীমণি হাজির হয়ে জবানবন্দি দেন। বাকি সাক্ষ্য গ্রহণ হবে আগামী ১৩ সেপ্টেম্বর ক্যামেরা ট্রায়ালে। বিচারক শাহিনা হক সিদ্দিকা আজ পরীমণির জবানবন্দি লিপিবদ্ধ করেন।
সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে পরীমণি আদালতকে বলেন, ‘আমি ঘটনার কিছু বিষয় প্রকাশ্যে বলতে চাচ্ছি না।’ তখন বিচারক প্রশ্ন করেন, ‘আপনি কি ক্যামেরা ট্রায়াল করতে চান?’
এরপর পরীমণির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। সেদিন ক্যামেরা ট্রায়ালে এই মামলার সাক্ষ্য গ্রহণ হবে।
পরীমণির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত আজকের পত্রিকাকে বলেন, ওপেন কোর্টে পরীমণি কিছু কথা বলতে পারছিলেন না। এ কারণেই ক্যামেরা ট্রায়াল প্রয়োজন। তাই ট্রাইব্যুনাল-পরবর্তী তারিখে ক্যামেরা ট্রায়ালে বিচার করবেন বলে জানিয়েছেন।
এর আগে ২০২২ সালের ২৯ নভেম্বর পরীমণি আংশিক সাক্ষ্য দেন। ওই দিন অসুস্থতার কারণে পরীমণির সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি।
গত বছর ১৮ মে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
২০২১ সালের ১৪ জুন উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদ তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। বাকি চারজন অজ্ঞাতনামা। মামলার এজাহারে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
সেদিনই উত্তরা ১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির ও অমিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় দায়ের করা আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের অভিযোগপত্রে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়নি। কিন্তু মারধর ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়।
পরীমণি তাঁর মামলার এজাহারে বলেন, গত ৮ জুন রাত সাড়ে ১১টায় তিনি তাঁর বাসা থেকে কস্টিউম ডিজাইনার জিমি, জিমির বন্ধু অমি ও পরীমণির বোন বনিসহ দুটি গাড়িতে উত্তরার উদ্দেশে রওনা হন। পথে অমি বলেন, বেড়িবাঁধে ঢাকা বোট ক্লাব লিমিটেডে তাঁর দুই মিনিটের কাজ আছে। অমির কথামতো তাঁরা ঢাকা বোট ক্লাবের সামনে গত ৯ জুন রাত ১২টা ২০ মিনিটের সময় গাড়ি দাঁড় করান। কিন্তু বোট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তখন ঢাকা বোট ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দিলে অমি ভেতরে যান এবং অনুরোধ করেন পরীমণিদের ভেতরে যেতে। এরই মধ্যে পরীমণির ছোট বোন বনি ঢাকা বোট ক্লাবে প্রবেশ করে বারের কাছের টয়লেট ব্যবহার করেন। টয়লেট থেকে বের হতেই ১ নম্বর বিবাদী নাসির উদ্দিন মাহমুদ সবাইকে ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন এবং কফি খাওয়ার জন্য প্রস্তাব দেন।
এজাহারে আরও বলা হয়, পরীমণি বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমিসহ নাসির মদ পান করার জন্য জোর করেন। পরীমণি মদ পান করতে না চাইলে নাসির জোর করে পরীমণির মুখে মদের বোতল প্রবেশ করিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করেন, এতে তিনি সামনের ঠোঁটে আঘাত পান। নাসির পরীমণিকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং তাঁর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। জোর করে ধর্ষণের চেষ্টা করেন। নাসির উত্তেজিত হয়ে টেবিলে রাখা গ্লাস ও মদের বোতল ভাঙচুর করে পরীমণির গায়ে ছুড়ে মারেন। তখন কস্টিউম ডিজাইনার জিমি বাধা দিতে চাইলে তাঁকেও মারধর করে জখম করেন।
মামলায় আরও বলা হয়, অমি পরিকল্পিতভাবে পরীমণিকে বোট ক্লাবে নিয়ে নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে যোগসাজশ করে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন।
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার ওপর স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই সিদ্ধান্তে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন...
৭ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ
১ ঘণ্টা আগেছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট করেছিলেন। তবে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ দেন।
১ ঘণ্টা আগেরোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২ ঘণ্টা আগে