নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা। আর সমস্যা শুরু হয় ট্রান্সজেন্ডার নারী হোচিমিন ইসলামকে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি প্রোগ্রামে অংশগ্রহণ না করতে দেওয়া নিয়ে।
শুক্রবার আই সোশ্যাল আয়োজিত এই অনুষ্ঠানের অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সেবিকা ও ট্রান্সজেন্ডার নারী হোচিমিন। এই অনুষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) উদ্যোগে আয়োজিত হয়। তবে অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি ট্রান্সজেন্ডার হোচিমিন ইসলামের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই অনুষ্ঠানে হোচিমিনের সেশনটি বাতিল হয়ে যায়। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হোচিমিন। আর এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক অধ্যাপক ড. রেজওয়ান আজকের পত্রিকাকে বলেন, তাঁরা এই বিষয়ে অবগত আছেন। একটা পর্যালোচনা করে এই বিষয়ে তাঁদের প্রতিক্রিয়া জানাবেন।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল এখন দেশের বাইরে আছেন। তাঁকে এ বিষয়ে জানানো হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে দেখতে বলেছেন। এ জন্য হোচিমিনের বিষয়ে তাঁরা অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি করেছেন। এ বিষয়ে অনুসন্ধান করে খুব শিগগির অফিশিয়ালি জানাবেন।
শুক্রবার শুরু হওয়া দুই দিনব্যাপী উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যালের এই অনুষ্ঠান আজ শনিবার শেষ হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেছে হিরোস ফর অল (এইচএফএ) ও আই-সোশ্যাল। নেটওয়ার্কিং, লার্নিং এবং পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা যায়, এই অনুষ্ঠানে আলোচক হিসেবে ট্রান্সজেন্ডার হোচিমিন ইসলামের আমন্ত্রণের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা নর্থ সাউথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁকে না আনার বিষয়ে মতামত জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের একটি অংশ হোচিমিনের বিপক্ষে ব্যানার-ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন। পরে তাঁদের দাবির মুখে হোচিমিনের সেশন বাতিল হয়ে যায়।
এ বিষয়ে হোচিমিন আজকের পত্রিকাকে বলেন, যা বলার আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে জানিয়েছি। তবে মেসেঞ্জারে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে।
হুমকির বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন কি না—এমন প্রশ্নে হোচিমিন জানান, তিনি এখনো এ বিষয়ে চিন্তা করেননি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা। আর সমস্যা শুরু হয় ট্রান্সজেন্ডার নারী হোচিমিন ইসলামকে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি প্রোগ্রামে অংশগ্রহণ না করতে দেওয়া নিয়ে।
শুক্রবার আই সোশ্যাল আয়োজিত এই অনুষ্ঠানের অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সেবিকা ও ট্রান্সজেন্ডার নারী হোচিমিন। এই অনুষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) উদ্যোগে আয়োজিত হয়। তবে অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি ট্রান্সজেন্ডার হোচিমিন ইসলামের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই অনুষ্ঠানে হোচিমিনের সেশনটি বাতিল হয়ে যায়। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হোচিমিন। আর এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক অধ্যাপক ড. রেজওয়ান আজকের পত্রিকাকে বলেন, তাঁরা এই বিষয়ে অবগত আছেন। একটা পর্যালোচনা করে এই বিষয়ে তাঁদের প্রতিক্রিয়া জানাবেন।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল এখন দেশের বাইরে আছেন। তাঁকে এ বিষয়ে জানানো হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে দেখতে বলেছেন। এ জন্য হোচিমিনের বিষয়ে তাঁরা অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি করেছেন। এ বিষয়ে অনুসন্ধান করে খুব শিগগির অফিশিয়ালি জানাবেন।
শুক্রবার শুরু হওয়া দুই দিনব্যাপী উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যালের এই অনুষ্ঠান আজ শনিবার শেষ হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেছে হিরোস ফর অল (এইচএফএ) ও আই-সোশ্যাল। নেটওয়ার্কিং, লার্নিং এবং পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা যায়, এই অনুষ্ঠানে আলোচক হিসেবে ট্রান্সজেন্ডার হোচিমিন ইসলামের আমন্ত্রণের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা নর্থ সাউথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁকে না আনার বিষয়ে মতামত জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের একটি অংশ হোচিমিনের বিপক্ষে ব্যানার-ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন। পরে তাঁদের দাবির মুখে হোচিমিনের সেশন বাতিল হয়ে যায়।
এ বিষয়ে হোচিমিন আজকের পত্রিকাকে বলেন, যা বলার আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে জানিয়েছি। তবে মেসেঞ্জারে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে।
হুমকির বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন কি না—এমন প্রশ্নে হোচিমিন জানান, তিনি এখনো এ বিষয়ে চিন্তা করেননি।
ঢাকার কেরানীগঞ্জে কাজের সন্ধানে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী, যিনি মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারে ত্যাজ্য হন ও স্বামীর পরিত্যক্তা হয়ে পড়েন। শনিবার রাতে ইকুরিয়া এলাকায় তাকে আশ্রয় ও চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে এবং আরও দুইজনের সন্ধান
৩২ মিনিট আগেমাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর জীবন রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। চার দিন পেরিয়ে গেলেও আজ রোববার পর্যন্ত তাঁর চেতনা ফেরেনি। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (পিআইসিইউ) কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে।
৪৩ মিনিট আগেচাঁদপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ (রোববার) তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।
১ ঘণ্টা আগেসারা দেশে নারী নিপীড়ন, সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকায় মশাল মিছিল করেছেন ঢাকা কলেজ, ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি
১ ঘণ্টা আগে