জবি প্রতিনিধি
হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মির্জা গালিব বলেন, ‘একজন ভালো ছাত্রকে একজন ভালো শিক্ষকের সাথে বটতলায় বসালেও সেখানে শিক্ষা হবে। মানুষকে তাঁর নৈতিকতার বিষয় থেকে কখনই দূরে সরানো যাবে না। নৈতিকতার সবচেয়ে বড় উৎস হলো ধর্ম। পশ্চিমারা দর্শন নিয়ে গবেষণা করতে গিয়ে ধর্ম থেকে দূরে সরে গিয়েছে। আমরা তাদেরকে অনুসরণ করতে গিয়ে তাদের মতোও হতে পারিনি, আবার নিজেদের সংস্কৃতি থেকে দূরে সরে গিয়েছি।’
আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইনডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি) কর্তৃক আয়োজিত এক সেমিনারের আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
মির্জা গালিব এ সময় বলেন, ‘নিজের মস্তিষ্ককে কোনো ছোট স্বার্থের জন্য আরেকজনের কাছে বিক্রি করে দেওয়া যাবে না। আমাদের শিক্ষায় সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষা খাতে বরাদ্দ কম। আমাদের ছাত্র এবং শিক্ষকের সবচেয়ে বড় রাজনৈতিক এজেন্ডা হওয়া উচিত শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিতে কাজ করা। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো-আমরা দীর্ঘমেয়াদি বড় জাতীয় সমস্যা সমাধান না করে স্বল্পমেয়াদি ব্যক্তিগত সমস্যা নিয়ে পরে থাকি।’
সেমিনারে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘বিগত সরকারের আমলে যোগ্যদের মূল্যায়ন করা হতো না। যেই কারণে ইসলাম শিক্ষা বিভাগে যে শিক্ষককে নিয়োগ দেওয়া হয়, সে কোরআন পর্যন্ত পড়তেও জানত না। এখন সময় এসেছে দলমত-নির্বিশেষে সত্যিকারের মেধাবীকে মূল্যায়ন করার।’
আইআরডিসির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘আমরা এটি প্রতিষ্ঠা করেছি যেন বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্ম বৃদ্ধি করতে পারি। একটা জাতির উন্নয়নের জন্য গবেষণা আবশ্যক, আমার আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজ এগিয়ে নিতে চাই। প্রত্যেক শিক্ষার্থী এখানে গবেষণা কর্ম করতে পারবে।’
সেমিনারে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিলাল হোসাইনের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ সালেহ আহম্মদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবু লায়েক।
হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মির্জা গালিব বলেন, ‘একজন ভালো ছাত্রকে একজন ভালো শিক্ষকের সাথে বটতলায় বসালেও সেখানে শিক্ষা হবে। মানুষকে তাঁর নৈতিকতার বিষয় থেকে কখনই দূরে সরানো যাবে না। নৈতিকতার সবচেয়ে বড় উৎস হলো ধর্ম। পশ্চিমারা দর্শন নিয়ে গবেষণা করতে গিয়ে ধর্ম থেকে দূরে সরে গিয়েছে। আমরা তাদেরকে অনুসরণ করতে গিয়ে তাদের মতোও হতে পারিনি, আবার নিজেদের সংস্কৃতি থেকে দূরে সরে গিয়েছি।’
আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইনডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি) কর্তৃক আয়োজিত এক সেমিনারের আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
মির্জা গালিব এ সময় বলেন, ‘নিজের মস্তিষ্ককে কোনো ছোট স্বার্থের জন্য আরেকজনের কাছে বিক্রি করে দেওয়া যাবে না। আমাদের শিক্ষায় সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষা খাতে বরাদ্দ কম। আমাদের ছাত্র এবং শিক্ষকের সবচেয়ে বড় রাজনৈতিক এজেন্ডা হওয়া উচিত শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিতে কাজ করা। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো-আমরা দীর্ঘমেয়াদি বড় জাতীয় সমস্যা সমাধান না করে স্বল্পমেয়াদি ব্যক্তিগত সমস্যা নিয়ে পরে থাকি।’
সেমিনারে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘বিগত সরকারের আমলে যোগ্যদের মূল্যায়ন করা হতো না। যেই কারণে ইসলাম শিক্ষা বিভাগে যে শিক্ষককে নিয়োগ দেওয়া হয়, সে কোরআন পর্যন্ত পড়তেও জানত না। এখন সময় এসেছে দলমত-নির্বিশেষে সত্যিকারের মেধাবীকে মূল্যায়ন করার।’
আইআরডিসির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘আমরা এটি প্রতিষ্ঠা করেছি যেন বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্ম বৃদ্ধি করতে পারি। একটা জাতির উন্নয়নের জন্য গবেষণা আবশ্যক, আমার আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজ এগিয়ে নিতে চাই। প্রত্যেক শিক্ষার্থী এখানে গবেষণা কর্ম করতে পারবে।’
সেমিনারে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিলাল হোসাইনের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ সালেহ আহম্মদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবু লায়েক।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৮ মিনিট আগেপাবনায় ইঞ্জিনচালিত আটোভ্যানে বাসের চাপায় এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
১৮ মিনিট আগেনগরের প্রাণকেন্দ্র সাহেববাজার গণকপাড়া এলাকার হোটেল গ্র্যান্ড আবাসিকে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মুখোশ পরা ৮-১০ জন সশস্ত্র যুবক ওই হোটেলে হানা দেয়। তারা হোটেলের দোতলায় চারজন কর্মচারীকে জিম্মি করে নিচতলায় লুটতরাজ চালায় বলে হোটেল মালিকপক্ষের অভিযোগ। তবে পুলিশ বলছে, এটা ডাকাতি নয়; চাঁদাবাজ
৪৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না দ্রুত হোল্ডিং ট্যাক্স ও ওয়াসার পানির দাম কমানোর দাবি জানিয়েছেন। আজ বুধবার বিকেলে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এক সমাবেশ থেকে তিনি বলেছেন, ‘রাজপথের এই কথা যদি রাজশাহী বিভাগীয় কমিশনারের কানে না যায়, তাহলে তাঁর কানে গরম পানি ঢালা
১ ঘণ্টা আগে