ঢামেক প্রতিনিধি
রাজধানীর ওয়ারী হেয়ার স্ট্রিট এলাকার ভবন থেকে পড়া নবজাতকটি মারা গেছে। মেয়ে নবজাতকটির বয়স হবে আনুমানিক এক দিন।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেলের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
বাচ্চু মিয়া জানান, শুক্রবার (২৬ নভেম্বর) রাতে কয়েকজন পথচারী ওয়ারী এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পথচারীরা জানিয়েছিল, ঘটনাস্থলে একটি ১০ তলা ভবন রয়েছে। সেই ভবনের কোনো তলা থেকে নবজাতককে ফেলে দেওয়া হয়েছে।
নবজাতকটিকে উদ্ধারকারী অপূর্ব রবি দাস জানান, তাঁরা কয়েক বন্ধু হেয়ার স্ট্রিট এলাকায় বসে গল্প করছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হঠাৎ শব্দ পান তারা। এগিয়ে গিয়ে দেখতে পান মাটিতে এক নবজাতক পড়ে আছে। সেখানে একটি ১০ তলা ভবন রয়েছে। ভবনের কোনো এক তলা থেকে কেউ শিশুটিকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই ছুড়ে মেরেছে বলে তাঁর মনে হচ্ছে। তবে অলৌকিকভাবে বেঁচে যায় নবজাতকটি। পরে স্থানীয়দের পরামর্শে শিশুটিকে দ্রুত হাসপাতাল নেওয়া হয়।
ওয়ারী থানার ওসি কবির হোসেন জানান, রাতে নাভানা টাওয়ারের পেছন থেকে নবজাতকটিকে প্রথমে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে মারা গেছে।
ওসি আরও বলেন, `সেখানে কোন ভবন থেকে নবজাতককে ফেলা হয়েছে তা জানা যায়নি। কোনো সিসিটিভি ফুটেজ মেলেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।'
রাজধানীর ওয়ারী হেয়ার স্ট্রিট এলাকার ভবন থেকে পড়া নবজাতকটি মারা গেছে। মেয়ে নবজাতকটির বয়স হবে আনুমানিক এক দিন।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেলের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
বাচ্চু মিয়া জানান, শুক্রবার (২৬ নভেম্বর) রাতে কয়েকজন পথচারী ওয়ারী এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পথচারীরা জানিয়েছিল, ঘটনাস্থলে একটি ১০ তলা ভবন রয়েছে। সেই ভবনের কোনো তলা থেকে নবজাতককে ফেলে দেওয়া হয়েছে।
নবজাতকটিকে উদ্ধারকারী অপূর্ব রবি দাস জানান, তাঁরা কয়েক বন্ধু হেয়ার স্ট্রিট এলাকায় বসে গল্প করছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হঠাৎ শব্দ পান তারা। এগিয়ে গিয়ে দেখতে পান মাটিতে এক নবজাতক পড়ে আছে। সেখানে একটি ১০ তলা ভবন রয়েছে। ভবনের কোনো এক তলা থেকে কেউ শিশুটিকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই ছুড়ে মেরেছে বলে তাঁর মনে হচ্ছে। তবে অলৌকিকভাবে বেঁচে যায় নবজাতকটি। পরে স্থানীয়দের পরামর্শে শিশুটিকে দ্রুত হাসপাতাল নেওয়া হয়।
ওয়ারী থানার ওসি কবির হোসেন জানান, রাতে নাভানা টাওয়ারের পেছন থেকে নবজাতকটিকে প্রথমে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে মারা গেছে।
ওসি আরও বলেন, `সেখানে কোন ভবন থেকে নবজাতককে ফেলা হয়েছে তা জানা যায়নি। কোনো সিসিটিভি ফুটেজ মেলেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।'
নরসিংদীর পলাশ উপজেলায় ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কামতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেচলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আজ রাত ১০টায় আহ্বান করা বৈঠকে যাচ্ছে না কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।
১১ মিনিট আগেবিএনপি যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। এমন আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব। তিনি বলেন, ‘বিএনপি বৃহত্তর একটি দল। দল-মত-গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ
২১ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
৩৫ মিনিট আগে