Ajker Patrika

গজারিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কের একই স্থানে ঝরল ৩ প্রাণ

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
গজারিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কের একই স্থানে ঝরল ৩ প্রাণ

মুন্সিগঞ্জের গজারিয়ায় একই স্থানে পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ও বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা নবাবগঞ্জ গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে ট্রাকচালক মুকুল মিয়া (৩০), ঢাকার কেরানীগঞ্জ এলাকার চরকুতুব উত্তর গ্রামের জিন্নাত হোসেন ছেলে মোটরসাইকেলচালক সবুর হোসেন (৪৩) এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৬৫)। 

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় থেমে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকচালক মুকুল মিয়া নিহত হন। পরে বিকেল ৪টার দিকে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন দুজন। এ সময় একটি গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তাতে পড়ে গিয়ে মোটরসাইকেলচালক সবুর ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে তাঁর নাম-পরিচয় জানা যায়। গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে দাউদকান্দির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সকালে নিহত ব্যক্তির লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে দুর্ঘটনায় নিহতদের একজনের লাশ গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এবং অপরজনের লাশ দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত