নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাশকতার অভিযোগে ১০ বছর আগে রাজধানীর বংশাল থানায় দায়ের করা মামলায় মোহন মোল্লা নামে স্থানীয় এক বিএনপি নেতাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় বিএনপির ৪৮ নেতা-কর্মীকে খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এই রায় দেন।
সাজাপ্রাপ্ত মোহন মোল্লা পলাতক রয়েছেন। তিনি গ্রেপ্তার হওয়ার পর বা আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর করা হবে। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারসহ সাজা পরোয়ানা জারি করেছেন।
যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার ও তাঁর ভাই ইয়াকুব সরকারসহ বিএনপির ৪৮ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আদালত রায়ে বলেছেন, এই ৪৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
রায় ঘোষণার আগে ইয়াকুব সরকারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর আসামিরা অনুপস্থিত ছিলেন। ইয়াকুব সরকারের বিরুদ্ধে অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শিশির হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৩ সালের ৫ নভেম্বর বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ করেন। তাঁরা যানবাহন ভাঙচুর করে পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করেন এবং পুলিশকে মারধর করেন। এই অভিযোগে বংশাল থানায় ঘটনার দিনে মামলাটি করা হয়।
মামলাটি তদন্ত শেষে ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার বিচার চলাকালে তিন জন মারা যান।
নাশকতার অভিযোগে ১০ বছর আগে রাজধানীর বংশাল থানায় দায়ের করা মামলায় মোহন মোল্লা নামে স্থানীয় এক বিএনপি নেতাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় বিএনপির ৪৮ নেতা-কর্মীকে খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এই রায় দেন।
সাজাপ্রাপ্ত মোহন মোল্লা পলাতক রয়েছেন। তিনি গ্রেপ্তার হওয়ার পর বা আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর করা হবে। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারসহ সাজা পরোয়ানা জারি করেছেন।
যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার ও তাঁর ভাই ইয়াকুব সরকারসহ বিএনপির ৪৮ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আদালত রায়ে বলেছেন, এই ৪৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
রায় ঘোষণার আগে ইয়াকুব সরকারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর আসামিরা অনুপস্থিত ছিলেন। ইয়াকুব সরকারের বিরুদ্ধে অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শিশির হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৩ সালের ৫ নভেম্বর বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ করেন। তাঁরা যানবাহন ভাঙচুর করে পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করেন এবং পুলিশকে মারধর করেন। এই অভিযোগে বংশাল থানায় ঘটনার দিনে মামলাটি করা হয়।
মামলাটি তদন্ত শেষে ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার বিচার চলাকালে তিন জন মারা যান।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে