Ajker Patrika

১০ বছর আগের মামলায় বিএনপির একজনের কারাদণ্ড, ৪৮ জন খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৯: ৩১
১০ বছর আগের মামলায় বিএনপির একজনের কারাদণ্ড, ৪৮ জন খালাস

নাশকতার অভিযোগে ১০ বছর আগে রাজধানীর বংশাল থানায় দায়ের করা মামলায় মোহন মোল্লা নামে স্থানীয় এক বিএনপি নেতাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় বিএনপির ৪৮ নেতা-কর্মীকে খালাস দেওয়া হয়েছে। 

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এই রায় দেন।

সাজাপ্রাপ্ত মোহন মোল্লা পলাতক রয়েছেন। তিনি গ্রেপ্তার হওয়ার পর বা আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর করা হবে। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারসহ সাজা পরোয়ানা জারি করেছেন।

যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার ও তাঁর ভাই ইয়াকুব সরকারসহ বিএনপির ৪৮ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আদালত রায়ে বলেছেন, এই ৪৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।

রায় ঘোষণার আগে ইয়াকুব সরকারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর আসামিরা অনুপস্থিত ছিলেন। ইয়াকুব সরকারের বিরুদ্ধে অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শিশির হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৩ সালের ৫ নভেম্বর বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ করেন। তাঁরা যানবাহন ভাঙচুর করে পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করেন এবং পুলিশকে মারধর করেন। এই অভিযোগে বংশাল থানায় ঘটনার দিনে মামলাটি করা হয়।

মামলাটি তদন্ত শেষে ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার বিচার চলাকালে তিন জন মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত