Ajker Patrika

মতিঝিলে মন্দিরের জমি উদ্ধার করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৭: ৪৯
মতিঝিলে মন্দিরের জমি উদ্ধার করল জেলা প্রশাসন

রাজধানীর মতিঝিলে শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির বিগ্রহ নামে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের ৩০ শতাংশ জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। আজ শনিবার মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এই অভিযান পরিচালনা করেন। 

মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, রাজধানীর মতিঝিল এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দেবোত্তর সম্পত্তি বেদখল করে রেখেছিল। ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে এই সম্পত্তি উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী দেবোত্তর সম্পত্তি বিক্রির কোনো সুযোগ নেই। এ জন্য উদ্ধার করা জমি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দেওয়া হবে। 

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল বলেন, ‘দীর্ঘদিন ধরে এই জায়গা অবৈধ দখলদারদের হাতে ছিল। আমরা ঢাকার জেলা প্রশাসকের কাছে আমাদের সম্পত্তি ফিরে পাওয়ার জন্য আবেদন করেছি। পরে তিনি (ডিসি) এসি ল্যান্ডের মাধ্যমে তদন্ত করেছেন, এটি দেবোত্তর সম্পত্তি কি না। তদন্ত শেষে সত্যতা পাওয়ায় তাঁরা এটি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আমরা এখানে একটি মন্দির নির্মাণ করব। আগেও এখানে মন্দির ছিল।’ 

মন্দিরের জায়গা উদ্ধার অভিযানের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নির্মল গোস্বামী, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার রতন দত্ত, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ব্যারিস্টার পার্থ সারথি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত