নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের একটি টিনশেড বাসায় আগুন লেগেছে। এ ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মো. সোহেল (৩৫), স্ত্রী লাবনি আক্তার হাওয়া (২৫) ও দুই বছরের ছেলে মো. মোরসালিন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, আমরা ২টা ৪৪ মিনিটে আগুনের সংবাদ পাই। এরপর আমাদের মোহাম্মদপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে যাওয়ার আগেই আগুন নিভে যায়। পরে ওই পরিবারের ৩ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গ্যাস লাইন লিকেজ থাকার কারণে রুমের ভেতর গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল ধরালে গ্যাসের সংস্পর্শে এই আগুনের সূত্রপাত হয়।
দগ্ধদের প্রতিবেশী কবির হোসেন বলেন, রাত ৩টার দিকে তাদের রুমের ভেতর থেকে আগুন আগুন বলে চিৎকার শুনতে পাই। পরে আমরা ঘুম থেকে উঠে রুমের সামনে গিয়ে দেখি ভেতরে আগুন জ্বলছে। শরীরে আগুন নিয়ে সোহেল ও লাবনী রুমের বাইরে দাঁড়িয়ে আছে। আর শিশুটি তখন রুমের ভেতরে। ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় রুমের ভেতর থেকে শিশুটিকে বাইরে বের করি। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, দগ্ধ সোহেলের শরীরে ৭৫ শতাংশ, লাবনির ৩০ শতাংশ, ও মোরসালিনের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে।
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের একটি টিনশেড বাসায় আগুন লেগেছে। এ ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মো. সোহেল (৩৫), স্ত্রী লাবনি আক্তার হাওয়া (২৫) ও দুই বছরের ছেলে মো. মোরসালিন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, আমরা ২টা ৪৪ মিনিটে আগুনের সংবাদ পাই। এরপর আমাদের মোহাম্মদপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে যাওয়ার আগেই আগুন নিভে যায়। পরে ওই পরিবারের ৩ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গ্যাস লাইন লিকেজ থাকার কারণে রুমের ভেতর গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল ধরালে গ্যাসের সংস্পর্শে এই আগুনের সূত্রপাত হয়।
দগ্ধদের প্রতিবেশী কবির হোসেন বলেন, রাত ৩টার দিকে তাদের রুমের ভেতর থেকে আগুন আগুন বলে চিৎকার শুনতে পাই। পরে আমরা ঘুম থেকে উঠে রুমের সামনে গিয়ে দেখি ভেতরে আগুন জ্বলছে। শরীরে আগুন নিয়ে সোহেল ও লাবনী রুমের বাইরে দাঁড়িয়ে আছে। আর শিশুটি তখন রুমের ভেতরে। ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় রুমের ভেতর থেকে শিশুটিকে বাইরে বের করি। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, দগ্ধ সোহেলের শরীরে ৭৫ শতাংশ, লাবনির ৩০ শতাংশ, ও মোরসালিনের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ফজলুল করিম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই নির্দেশ দেন।
৬ মিনিট আগেসরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুরের ঘটনায় আল্টিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসির দিকে অগ্রসর হচ্ছে।
১২ মিনিট আগেমাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
৩ ঘণ্টা আগে