শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ঘোলা পানিতে মাছ শিকার বিএনপির চিরদিনের স্বভাব। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছিল, তারা এখন সেটাই চায়।’
আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলার নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপজেলা স্বাস্থ্যসেবা খাতে কর্মরত সংশ্লিষ্টদের সঙ্গে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বিরোধী দলগুলো শুধুই মিথ্যাচার করছে। বিরোধী দল বলছে, আওয়ামী লীগ খাদ্যের দাম বাড়িয়েছে। কিন্তু খাদ্যের দাম আওয়ামী লীগ বাড়ায়নি। যুদ্ধের কারণে বিশ্বের সব দেশেই খাদ্যের দাম বেড়েছে। তেলের দাম বেড়েছে। তবু প্রধানমন্ত্রী এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের মানুষকে ভালো রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।’
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার মাসুদ আলম, শিবচর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, শিবচর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ অন্যরা।
অনুষ্ঠানে চিফ হুইপ বলেন, ‘শিবচরে স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ডাক্তাররা শিবচরের বেতন নেবেন আর ঢাকায় থেকে পরিবার নিয়ে সুবিধা নেবেন, এটা হতে দেওয়া হবে না। শিবচরের জনগণ যাতে সঠিক সেবা পায়, সেভাবে কাজ করতে হবে। শিবচরের মানুষ যাতে সঠিকভাবে স্বাস্থ্যসেবা পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ঘোলা পানিতে মাছ শিকার বিএনপির চিরদিনের স্বভাব। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছিল, তারা এখন সেটাই চায়।’
আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলার নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপজেলা স্বাস্থ্যসেবা খাতে কর্মরত সংশ্লিষ্টদের সঙ্গে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বিরোধী দলগুলো শুধুই মিথ্যাচার করছে। বিরোধী দল বলছে, আওয়ামী লীগ খাদ্যের দাম বাড়িয়েছে। কিন্তু খাদ্যের দাম আওয়ামী লীগ বাড়ায়নি। যুদ্ধের কারণে বিশ্বের সব দেশেই খাদ্যের দাম বেড়েছে। তেলের দাম বেড়েছে। তবু প্রধানমন্ত্রী এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের মানুষকে ভালো রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।’
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার মাসুদ আলম, শিবচর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, শিবচর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ অন্যরা।
অনুষ্ঠানে চিফ হুইপ বলেন, ‘শিবচরে স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ডাক্তাররা শিবচরের বেতন নেবেন আর ঢাকায় থেকে পরিবার নিয়ে সুবিধা নেবেন, এটা হতে দেওয়া হবে না। শিবচরের জনগণ যাতে সঠিক সেবা পায়, সেভাবে কাজ করতে হবে। শিবচরের মানুষ যাতে সঠিকভাবে স্বাস্থ্যসেবা পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৮ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৮ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে