নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় রুলিং মিল বস্তিতে আগুন নেভাতে পানির সংস্থান করতে না পারা এবং বড় গাড়ি ঢুকতে না পারায় আগুন ছড়িয়েছে বলে অভিযোগ করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ৷
রাত সাড়ে ৯টার দিকে দেখা যায়, বড় গাড়িগুলো ঢুকতে পারছে না৷ ঘটনাস্থলের কাছে একটি বালুর স্তূপ সরানোর চেষ্টা করছে ৷ রুলিং মিল বস্তিতে ১০ বছর ধরে বসবাস করছেন মো. নূর নবী৷ তিনি বলেন, ‘পানি পাইতে দেরি হওয়া, গাড়ি ঢুকতে না পারায় আগুন বড় হইছে ৷ দ্রুত পানি দিতে পারলে এত বড় হইত না।’
এই বস্তিতে মোট ৭০টির মতো ঘরে কয়েক শ পরিবার বসবাস করে ৷ ঘরগুলোর অর্ধেকের বেশি টিনের। এসব ঘর দুই-তিনতলা করে নির্মাণ করা। সময়মতো পানি না পাওয়া ও গাড়ি ঢুকতে না পারায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
বড় গাড়ি ঢুকতে না পারার বিষয়টি স্বীকার করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ‘ছোট গাড়িগুলো সব ঢুকে গেছে, কাজও করছে৷ বড় গাড়ি ঢুকতে না পারায় আগুন নিয়ন্ত্রণে নিতে সময় লাগছে৷’
৯টা ৫০ মিনিট থেকে একটি বড় গাড়ির মাধ্যমে পানি দেওয়া শুরু হয়েছে ৷ এই রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটই ঘটনাস্থলে পৌঁছে আগুন নভানোর কাজ করছে। সদর দপ্তর থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমান ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে।
আরও খবর পড়ুন:
রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় রুলিং মিল বস্তিতে আগুন নেভাতে পানির সংস্থান করতে না পারা এবং বড় গাড়ি ঢুকতে না পারায় আগুন ছড়িয়েছে বলে অভিযোগ করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ৷
রাত সাড়ে ৯টার দিকে দেখা যায়, বড় গাড়িগুলো ঢুকতে পারছে না৷ ঘটনাস্থলের কাছে একটি বালুর স্তূপ সরানোর চেষ্টা করছে ৷ রুলিং মিল বস্তিতে ১০ বছর ধরে বসবাস করছেন মো. নূর নবী৷ তিনি বলেন, ‘পানি পাইতে দেরি হওয়া, গাড়ি ঢুকতে না পারায় আগুন বড় হইছে ৷ দ্রুত পানি দিতে পারলে এত বড় হইত না।’
এই বস্তিতে মোট ৭০টির মতো ঘরে কয়েক শ পরিবার বসবাস করে ৷ ঘরগুলোর অর্ধেকের বেশি টিনের। এসব ঘর দুই-তিনতলা করে নির্মাণ করা। সময়মতো পানি না পাওয়া ও গাড়ি ঢুকতে না পারায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
বড় গাড়ি ঢুকতে না পারার বিষয়টি স্বীকার করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ‘ছোট গাড়িগুলো সব ঢুকে গেছে, কাজও করছে৷ বড় গাড়ি ঢুকতে না পারায় আগুন নিয়ন্ত্রণে নিতে সময় লাগছে৷’
৯টা ৫০ মিনিট থেকে একটি বড় গাড়ির মাধ্যমে পানি দেওয়া শুরু হয়েছে ৷ এই রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটই ঘটনাস্থলে পৌঁছে আগুন নভানোর কাজ করছে। সদর দপ্তর থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমান ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে।
আরও খবর পড়ুন:
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৬ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
৩৬ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে