ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চারতলায় কিডনি ডায়ালাইসিস কক্ষের বাইরে এসির কম্প্রেসর থেকে আগুনের ঘটনা ঘটেছে। ডায়ালাইসিস কক্ষে নিয়োজিত কর্মীরা নিজেদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। কোনো ক্ষয়ক্ষতি না হলেও আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে জসিম উদ্দিন (৬০) নামের এক ভর্তি রোগী মারা গেছেন।
আজ রোববার বেলা ২টা ৩০ মিনিটের দিকে ডায়ালাইসিস কক্ষের বাইরে এ ঘটনা ঘটে। এ সময় ভর্তি রোগী জসিম উদ্দিন ষষ্ঠ তলা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হলে তাঁকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নেভানোর সময় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় আতঙ্কিত হয়ে আটতলা থেকে রোগী ও রোগীর স্বজনেরা সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামছিলেন। এ সময় অসুস্থ এক রোগী সিঁড়িতে মারা যান।
জসিম উদ্দিনের ছেলে মফিজ সরকার আজকের পত্রিকাকে জানান, তাঁদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। হার্টের সমস্যা, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত জসিম উদ্দিনকে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর শয্যায় ভর্তি করা হয়। আগুন লাগার সময়ও তাঁর বাবার শয্যায় বোনজামাই রাকিব ছিলেন। হঠাৎ চারতলা থেকে ধোঁয়া দেখে তাঁদের ওয়ার্ডের সবাই ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে জসিম উদ্দিনকে নিয়ে সিঁড়ি দিয়ে ষষ্ঠ তলা থেকে নিচে নামছিলেন তিনি। পাঁচতলার সিঁড়িতে এলে অসুস্থ হয়ে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন জসিম উদ্দিন। এ সময় তাঁর ওপর দিয়ে অন্য লোকজন নামতে শুরু করেন। পরে তাঁর বাবাকে জরুরি বিভাগে নেওয়া হলেও সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চারতলায় কিডনি ডায়ালাইসিস কক্ষের বাইরে এসির কম্প্রেসর থেকে আগুনের ঘটনা ঘটেছে। ডায়ালাইসিস কক্ষে নিয়োজিত কর্মীরা নিজেদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। কোনো ক্ষয়ক্ষতি না হলেও আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে জসিম উদ্দিন (৬০) নামের এক ভর্তি রোগী মারা গেছেন।
আজ রোববার বেলা ২টা ৩০ মিনিটের দিকে ডায়ালাইসিস কক্ষের বাইরে এ ঘটনা ঘটে। এ সময় ভর্তি রোগী জসিম উদ্দিন ষষ্ঠ তলা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হলে তাঁকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নেভানোর সময় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় আতঙ্কিত হয়ে আটতলা থেকে রোগী ও রোগীর স্বজনেরা সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামছিলেন। এ সময় অসুস্থ এক রোগী সিঁড়িতে মারা যান।
জসিম উদ্দিনের ছেলে মফিজ সরকার আজকের পত্রিকাকে জানান, তাঁদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। হার্টের সমস্যা, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত জসিম উদ্দিনকে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর শয্যায় ভর্তি করা হয়। আগুন লাগার সময়ও তাঁর বাবার শয্যায় বোনজামাই রাকিব ছিলেন। হঠাৎ চারতলা থেকে ধোঁয়া দেখে তাঁদের ওয়ার্ডের সবাই ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে জসিম উদ্দিনকে নিয়ে সিঁড়ি দিয়ে ষষ্ঠ তলা থেকে নিচে নামছিলেন তিনি। পাঁচতলার সিঁড়িতে এলে অসুস্থ হয়ে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন জসিম উদ্দিন। এ সময় তাঁর ওপর দিয়ে অন্য লোকজন নামতে শুরু করেন। পরে তাঁর বাবাকে জরুরি বিভাগে নেওয়া হলেও সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন।
৩৮ মিনিট আগেজুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন প্রজন্মের স্বাধীনতার পর এবার ভিন্ন আলোকে উদ্যাপন হবে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের গতিশীল নেতৃত্বে ৫ আগস্ট পরবর্তী সংকটময় মুহূর্তেও খুলনা বিশ্ববিদ্যালয়
৪৪ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া পাটকল চালুসহ বেকার শ্রমিকদের কর্ম সংস্থানের দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকরা। আজ রোববার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা।
৪৪ মিনিট আগেমূল সড়কে চলাচলের দাবিসহ সাত দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এ সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন...
১ ঘণ্টা আগে