Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে বেবিচকের নিরাপত্তাকর্মী আটক

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মী আটক।
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মী আটক।

সন্দেহজনক আচরণের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাঁকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১ হাজার ২৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও ৩টি স্বর্ণের বারসহ মোট ৫৪২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

গতকাল শনিবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম—মো. ওহিদুর।

বেবিচক সূত্রে জানা গেছে, গ্রিন চ্যানেলে কর্তব্যরত জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) সদস্যরা ওহিদুরকে ভেতরে প্রবেশের কারণ জিজ্ঞাসা করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। পরে সন্দেহের ভিত্তিতে শরীর তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ১ হাজার ২৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও ৩টি স্বর্ণের বারসহ মোট ৫৪২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, সৌদিয়া এয়ারলাইনসের (এসভি-৮০৪) রিয়াদ-ঢাকা ফ্লাইটের আলামিন নামের এক যাত্রী তাকে এসব স্বর্ণালংকার হস্তান্তর করেছেন। তিনি এগুলো বিমানবন্দরের বাইরে অপেক্ষায় থাকা লিটন নামের এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে ১ হাজার ২৫০ সৌদি রিয়াল পাওয়ার কথা স্বীকার করেন।

পরবর্তীতে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় যে কারণে চীনের সঙ্গে পেরে উঠছে না ভারত

সারা জীবন ‘একজনের কাছে কৃতজ্ঞ’ থাকবেন তামিম, কে তিনি

মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢাকা: এনসিপি নেতা-কর্মীদের গলা ধাক্কা

বিমসটেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টায় মিয়ানমার: রয়টার্স

সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার, ক্ষুব্ধ বাইরে কর্মরতরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত