কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম তিন দিন ধরে বন্ধ রয়েছে। তাতে লোকসান গুনতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বুধবার থেকে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। তাতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। ফলে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত চাতলাপুর চেকপোস্ট দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আমরা শুনেছি ভারতের কৈলাশহরে ইসকন সদস্যদের বাধায় ভারতের দিকে চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তাতে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।’
জারা এন্টারপ্রাইজের সিঅ্যান্ডএফ সদস্য রুবেল আহমেদ বলেন, ‘আমার প্রায় ১ কোটি টাকার মাছ দুই দিন ধরে আটকে আছে। আমরা মাছের বরফ পরিবর্তন করে রাখছি। আমাদের গাড়ি ভারতে ঢুকলে ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’
এ বিষয়ে চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী বলেন, ‘আমরা অপ্রস্তুত ছিলাম। আমাদের প্রায় দেড়-দুই কোটি টাকার মালামাল আটকে আছে। ভারতে অনেক মাছসহ কাঁচা পণ্য পাঠানো হতো। কিন্তু হঠাৎ সব বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি।’
সিলেট কাস্টমস বিভাগের উপকমিশনার মমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ প্রান্তে কোনো সমস্যা নেই। আশা করছি দ্রুত সময়ে এর সমাধান হবে।’
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম তিন দিন ধরে বন্ধ রয়েছে। তাতে লোকসান গুনতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বুধবার থেকে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। তাতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। ফলে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত চাতলাপুর চেকপোস্ট দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আমরা শুনেছি ভারতের কৈলাশহরে ইসকন সদস্যদের বাধায় ভারতের দিকে চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তাতে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।’
জারা এন্টারপ্রাইজের সিঅ্যান্ডএফ সদস্য রুবেল আহমেদ বলেন, ‘আমার প্রায় ১ কোটি টাকার মাছ দুই দিন ধরে আটকে আছে। আমরা মাছের বরফ পরিবর্তন করে রাখছি। আমাদের গাড়ি ভারতে ঢুকলে ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’
এ বিষয়ে চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী বলেন, ‘আমরা অপ্রস্তুত ছিলাম। আমাদের প্রায় দেড়-দুই কোটি টাকার মালামাল আটকে আছে। ভারতে অনেক মাছসহ কাঁচা পণ্য পাঠানো হতো। কিন্তু হঠাৎ সব বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি।’
সিলেট কাস্টমস বিভাগের উপকমিশনার মমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ প্রান্তে কোনো সমস্যা নেই। আশা করছি দ্রুত সময়ে এর সমাধান হবে।’
গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার শ্রমিক শাহরিয়ারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহতের বাবা অলিদ মিয়া। শুক্রবার (২৯ নভেম্বর) নিহত শাহরিয়ারের মামা রনী মিয়াকে আসামি করে তিনি মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে
৪ মিনিট আগেসিলেটের লাখো মানুষের জীবন জীবিকার স্বার্থে পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলনের দাবিতে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে তাদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
৩৮ মিনিট আগেচট্টগ্রাম আদালত এলাকায় হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় ৩ দিন পেরোলেও হত্যা মামলা করেনি পরিবার। এ বিষয়ে পুলিশের কাছেও কোনো তথ্য নেই
১ ঘণ্টা আগেকুড়িগ্রামের রৌমারীতে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত ‘কৃষক সমাবেশে’ হামলার ঘটনা ঘটেছে। জামায়াত-শিবির পরিচয়ে কয়েকজন যুবক এ হামলা করেন বলে অভিযোগ আয়োজকদের। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। তবে জামায়াত হামলার অভিযোগ অস্বীকার করেছে।
১ ঘণ্টা আগে