গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণি শাখা ছাত্রলীগ সভাপতিকে হত্যার ঘটনায় ছাত্রলীগের ১৮ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খানকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলার আসামিরা সবাই জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও কালিয়াকৈর পৌর ছাত্রলীগের নেতা-কর্মী।
নিহত শিক্ষার্থীর নাম মো. আল আমিন হোসাইন (১৯)। তিনি কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামের মো. মোতালেব মিয়ার ছেলে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। তিনি ওই কলেজের দ্বাদশ শ্রেণি শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
এদিকে, এ হত্যাকাণ্ডের পর গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের দ্বন্দ্বের জেরে আল আমিন ও কামরুল ইসলাম নামের দুজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে আল আমিনের মৃত্যু হয়। উপজেলার চন্দ্রা এলাকার ডাইনকিনি সড়কে শাহ মখদুম মার্কেটের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান ও তাঁর সহযোগীরা এ ঘটনায় জড়িত।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা ঘটনার পরপরই আত্মগোপনে করেছেন। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে এরই মধ্যে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ‘ঘটনার সময় কেউ একটি ভিডিও ধারণ করেছিল, আমরা সে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। ভিডিওতে হত্যাকাণ্ডের ঘটনার দৃশ্য পাওয়া গেছে। ভিডিও দেখে হত্যাকারীদের প্রায় সবাইকে চিহ্নিত করা গেছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’
বাড়িতে শোকের মাতম
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শিক্ষার্থী আল আমিনের লাশের ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার বেলা ৩টার দিকে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। লাশ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
একমাত্র ছেলেকে হারিয়ে তাঁর মা-বাবা শোকে কাতর। লাশ দেখে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। নিহতের মা আছিয়া বেগম বিলাপ করতে করতে সংজ্ঞাহীন হয়ে পড়েন। ঘরের বারান্দায় একটি চেয়ারে বসে বাবা মোতালেব হোসেন বিলাপ করে বলছেন, ‘তোরা আমার ছেলেডারে কেন মাইরা ফাইলাইলি। আমার ছেলেডা কী ক্ষতি তোদের করছে।’ এ সময় তিনি তাঁর ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করেন।
ছাত্রলীগের দুই কমিটি বিলুপ্ত
গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়লের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কালিয়াকৈর পৌর ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।
গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণি শাখা ছাত্রলীগ সভাপতিকে হত্যার ঘটনায় ছাত্রলীগের ১৮ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খানকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলার আসামিরা সবাই জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও কালিয়াকৈর পৌর ছাত্রলীগের নেতা-কর্মী।
নিহত শিক্ষার্থীর নাম মো. আল আমিন হোসাইন (১৯)। তিনি কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামের মো. মোতালেব মিয়ার ছেলে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। তিনি ওই কলেজের দ্বাদশ শ্রেণি শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
এদিকে, এ হত্যাকাণ্ডের পর গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের দ্বন্দ্বের জেরে আল আমিন ও কামরুল ইসলাম নামের দুজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে আল আমিনের মৃত্যু হয়। উপজেলার চন্দ্রা এলাকার ডাইনকিনি সড়কে শাহ মখদুম মার্কেটের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান ও তাঁর সহযোগীরা এ ঘটনায় জড়িত।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা ঘটনার পরপরই আত্মগোপনে করেছেন। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে এরই মধ্যে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ‘ঘটনার সময় কেউ একটি ভিডিও ধারণ করেছিল, আমরা সে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। ভিডিওতে হত্যাকাণ্ডের ঘটনার দৃশ্য পাওয়া গেছে। ভিডিও দেখে হত্যাকারীদের প্রায় সবাইকে চিহ্নিত করা গেছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’
বাড়িতে শোকের মাতম
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শিক্ষার্থী আল আমিনের লাশের ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার বেলা ৩টার দিকে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। লাশ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
একমাত্র ছেলেকে হারিয়ে তাঁর মা-বাবা শোকে কাতর। লাশ দেখে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। নিহতের মা আছিয়া বেগম বিলাপ করতে করতে সংজ্ঞাহীন হয়ে পড়েন। ঘরের বারান্দায় একটি চেয়ারে বসে বাবা মোতালেব হোসেন বিলাপ করে বলছেন, ‘তোরা আমার ছেলেডারে কেন মাইরা ফাইলাইলি। আমার ছেলেডা কী ক্ষতি তোদের করছে।’ এ সময় তিনি তাঁর ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করেন।
ছাত্রলীগের দুই কমিটি বিলুপ্ত
গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়লের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কালিয়াকৈর পৌর ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।
মানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
১ মিনিট আগেমোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
১০ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেসমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
১৫ মিনিট আগে