ঢাবি প্রতিনিধি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায় পুলিশ পরিচয়ে চারজনের কাছে চাঁদা দাবি করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শাহবাগ থানা-পুলিশের হাতে আটক হয়েছেন ছাত্রলীগের দুই নেতা। পরে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানা-পুলিশ।
তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর তথ্যটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগের দুই নেতা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজিব হোসাইন রবিন।
শাহবাগ থানা-পুলিশ জানায়, বইমেলায় এই দুই ছাত্রলীগ নেতা পুলিশ পরিচয়ে ৯০০ টাকা দাবি করেন। পুলিশ তাঁদের হাতেনাতে আটক করে।
দীপক বালা আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। মামলা করে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কোর্টে পাঠানো হয়েছে।’
কাদের কাছে চাঁদা চাওয়া হয়েছিল জানতে চাইলে দীপক বালা বলেন, ‘বইমেলায় থাকা দোকানগুলোতে চার জনের কাছ থেকে চাঁদা চেয়েছিলেন তাঁরা।’ তবে এগুলো কিসের দোকান সে তথ্য দেননি দীপক।
দুই গ্রেপ্তার সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায় পুলিশ পরিচয়ে চারজনের কাছে চাঁদা দাবি করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শাহবাগ থানা-পুলিশের হাতে আটক হয়েছেন ছাত্রলীগের দুই নেতা। পরে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানা-পুলিশ।
তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর তথ্যটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগের দুই নেতা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজিব হোসাইন রবিন।
শাহবাগ থানা-পুলিশ জানায়, বইমেলায় এই দুই ছাত্রলীগ নেতা পুলিশ পরিচয়ে ৯০০ টাকা দাবি করেন। পুলিশ তাঁদের হাতেনাতে আটক করে।
দীপক বালা আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। মামলা করে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কোর্টে পাঠানো হয়েছে।’
কাদের কাছে চাঁদা চাওয়া হয়েছিল জানতে চাইলে দীপক বালা বলেন, ‘বইমেলায় থাকা দোকানগুলোতে চার জনের কাছ থেকে চাঁদা চেয়েছিলেন তাঁরা।’ তবে এগুলো কিসের দোকান সে তথ্য দেননি দীপক।
দুই গ্রেপ্তার সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মানবাধিকার নিয়ে সেমিনার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার র্যাব সদর দপ্তরের এলিট হলে এ সেমিনারের আয়োজন করা হয়
৯ মিনিট আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকায় গত দুই দিনের পরিস্থিতি থেকে বোঝা যায়, পতিত স্বৈরাচারের সময়ে যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
১২ মিনিট আগেছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে আহত হন সোহেল আহমেদ (৩৬)। এই ঘটনায় ঢাকার সাভার থানায় দায়ের হওয়া মামলার বিষয়ে তিনি অবগত নন। মামলায় যাদের আসামি করা হয়েছে তাঁরা গুলি করেননি বলে দাবি করেছেন সোহেল আহমেদ।
১৮ মিনিট আগেঢাকার গুলশান-২ এলাকার ডিসিসি মার্কেট থেকে অপহরণ হওয়া আবাসন ব্যবসায়ী আইয়ুব খান ফিরে এসেছেন। অপহরণকারীদের কাছ থেকে নিজেকে রক্ষা করে বাড়ি ফিরেছেন তিনি। আজ মঙ্গলবার রাতে পরিবার থেকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করা হয়।
২৯ মিনিট আগে