একদিনের ব্যবধানে রাজধানীতে দ্বিগুণ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১০ জুলাই ২০২১, ১৬: ০৯

করোনা মহামারির পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যাও বেড়ে চলেছে। মাত্র একদিনের ব্যবধানে রাজধানীতে দ্বিগুণ রোগী শনাক্ত হয়েছে। রাজধানীতে গতকাল শুক্রবার সকালে ডেঙ্গু রোগী শনাক্ত ছিল ২৪ জন। আজ শনিবার দ্বিগুণ ৪৮ জন রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে অনুযায়ী এই চিত্র উঠে এসেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত জানুয়ারিতে দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন। আর চলতি মাসের ১০ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৩০২ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন মোট ৬৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৪ জন। বাকি ১৭৮ জন রোগী রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া ঢাকার বাইরে ভর্তি আছেন একজন। 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্টরা জানান, চলতি বছর প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানি নির্মাণাধীন ভবন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, বাসা বাড়ি, অফিস ও কারখানাসহ বিভিন্ন স্থানে জমে থাকছে। এই জমে থাকা পানি থেকে এডিস মশার লার্ভা সৃষ্টি হচ্ছে। ফলে মশার বিস্তার বাড়ছে। করপোরেশনের পক্ষ থেকে মশক বিরোধী অভিযান অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে যেসব স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। 
 
সংশ্লিষ্টরা জানান, রাজধানীসহ সারা দেশে করোনার রোগী এবং মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে যদি ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ে, তাহলে সরকারের পক্ষে চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। এ জন্য সিটি করপোরেশনকে মশক বিরোধী অভিযান বাড়াতে হবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত