গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ বাগচী নামের শারীরিক প্রতিবন্ধী এক হকারের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার খাটরা নিচুপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কৃষ্ণ গোপালগঞ্জ শহরতলির বেদগ্রাম চরনারায়ণদী এলাকার শরৎ বাগচীর ছেলে। তিনি প্রতিবন্ধী হলেও বাদাম বিক্রি করতেন।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম জানান, গতকাল রাত ১টার দিকে রেললাইন পারাপারের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে কৃষ্ণ বাগচী নামের এক প্রতিবন্ধী হকার নিহত হয়েছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই সামিউল আরও জানান, গতকাল সকালে বাদাম বিক্রির উদ্দেশে বাড়ি থেকে বের হন কৃষ্ণ। পরে আর বাড়িতে ফেরেননি তিনি। ঘটনাস্থলের পাশেই কৃষ্ণের বোনের বাড়ি। সেখানে তাঁর বাবা খোঁজ নিতে আসে। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ শুক্রবার সকালে কৃষ্ণের বোন বাড়ির একটু পাশে ট্রেন লাইনে তাঁর দ্বিখণ্ডিত লাশ দেখতে পান। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।
রাজবাড়ী রেলওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক বিধান চন্দ্র মল্লিক বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ নিহত হয়েছেন। আমরা দুপুর ১২টার ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ বাগচী নামের শারীরিক প্রতিবন্ধী এক হকারের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার খাটরা নিচুপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কৃষ্ণ গোপালগঞ্জ শহরতলির বেদগ্রাম চরনারায়ণদী এলাকার শরৎ বাগচীর ছেলে। তিনি প্রতিবন্ধী হলেও বাদাম বিক্রি করতেন।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম জানান, গতকাল রাত ১টার দিকে রেললাইন পারাপারের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে কৃষ্ণ বাগচী নামের এক প্রতিবন্ধী হকার নিহত হয়েছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই সামিউল আরও জানান, গতকাল সকালে বাদাম বিক্রির উদ্দেশে বাড়ি থেকে বের হন কৃষ্ণ। পরে আর বাড়িতে ফেরেননি তিনি। ঘটনাস্থলের পাশেই কৃষ্ণের বোনের বাড়ি। সেখানে তাঁর বাবা খোঁজ নিতে আসে। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ শুক্রবার সকালে কৃষ্ণের বোন বাড়ির একটু পাশে ট্রেন লাইনে তাঁর দ্বিখণ্ডিত লাশ দেখতে পান। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।
রাজবাড়ী রেলওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক বিধান চন্দ্র মল্লিক বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ নিহত হয়েছেন। আমরা দুপুর ১২টার ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
১৪ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
২০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৭ মিনিট আগেঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি একটি বিশেষ লিঙ্গের, বিশেষ শ্রেণির, বিশেষ জাতি-ধর্ম পরিচয়ের নাগরিকের প্রতিনিধিত্বকারী হয়ে ওঠে, তবে তা হবে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানী।
৩০ মিনিট আগে