ঢামেক প্রতিনিধি
রাজধানীর ডেমরা কোনোপাড়ায় খেলার সময় বাউন্ডারি দেয়ালের ওপর থেকে পড়ে রাইসা আহমেদ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে শিশুটির বাবা রুবেল হোসেন জানান, তাদের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মৌজা শোলমারি গ্রামে। তিনি নিজে ঠিকাদারি করেন। রাইসার মা রানু আক্তার গৃহিণী। দুই ভাই-বোনের মধ্যে ছোট ছিল রাইসা। পরিবার নিয়ে ডেমড়া কোনাপাড়া আলামিন রোডের একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকে।
রুবেল আরও জানান, বিকেলে তিনি কাজে ছিলেন। বাসার ভেতর খেলা করছিল রাইসা। তার মা কাপড় ধোয়ার কাজ করছিলেন। এ সময় বাসা থেকে একাই বেরিয়ে যায় রাইসা। কিছুক্ষণ পর তার মা তাকে দেখতে না পেয়ে বাসায় আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। তখন বাউন্ডারির দেয়ালের বিপরীত পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তাদের খবর দিলে সেখান থেকে রাইসাকে হাসপাতালে নেওয়া হয়।
তাদের ধারণা বাসার ছোট বাউন্ডারি দেয়ালের ওপরে ওঠে খেলা করার সময় সেখান থেকে বাইরের দিকে স্ল্যাবের ওপর পড়ে গিয়েছিল রাইসা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ডেমরায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বজনেরা জানিয়েছেন বাসার পাশে ছোট বাউন্ডারি দেয়াল থেকে পড়ে গিয়েছিল। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাজধানীর ডেমরা কোনোপাড়ায় খেলার সময় বাউন্ডারি দেয়ালের ওপর থেকে পড়ে রাইসা আহমেদ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে শিশুটির বাবা রুবেল হোসেন জানান, তাদের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মৌজা শোলমারি গ্রামে। তিনি নিজে ঠিকাদারি করেন। রাইসার মা রানু আক্তার গৃহিণী। দুই ভাই-বোনের মধ্যে ছোট ছিল রাইসা। পরিবার নিয়ে ডেমড়া কোনাপাড়া আলামিন রোডের একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকে।
রুবেল আরও জানান, বিকেলে তিনি কাজে ছিলেন। বাসার ভেতর খেলা করছিল রাইসা। তার মা কাপড় ধোয়ার কাজ করছিলেন। এ সময় বাসা থেকে একাই বেরিয়ে যায় রাইসা। কিছুক্ষণ পর তার মা তাকে দেখতে না পেয়ে বাসায় আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। তখন বাউন্ডারির দেয়ালের বিপরীত পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তাদের খবর দিলে সেখান থেকে রাইসাকে হাসপাতালে নেওয়া হয়।
তাদের ধারণা বাসার ছোট বাউন্ডারি দেয়ালের ওপরে ওঠে খেলা করার সময় সেখান থেকে বাইরের দিকে স্ল্যাবের ওপর পড়ে গিয়েছিল রাইসা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ডেমরায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বজনেরা জানিয়েছেন বাসার পাশে ছোট বাউন্ডারি দেয়াল থেকে পড়ে গিয়েছিল। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে