শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে সিরাজুল আলম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২২, ১৪: ০৫
Thumbnail image

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘নিউক্লিয়াস-বিএলএফ’-এর প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান।

গত ৮ জুলাই সন্ধ্যায় শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এ বি এম হারুনের তত্ত্বাবধানে তাঁকে ভর্তি করা হয়। অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় রাত ১২টায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে আজ মঙ্গলবার ডা. এ বি এম হারুন বলেন, সিরাজুল আলম খান ক্রিটিক্যাল নিউমোনিয়া থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চার দিন আগে রাত ১২টার দিকে হাসপাতালে ভর্তি হন। অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসায় কিছুটা উন্নতি হওয়ায় অক্সিজেন লেভেল বেড়েছে। ওনার থাইরয়েড সমস্যা, ওপেন হার্ট সার্জারি, নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশ কিছু জটিলতা রয়েছে। 
 
সিরাজুল আলম খান এখনো হাসপাতালেই রয়েছেন বলে জানান চিকিৎসক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত