সূত্রাপুরের অপু হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১২: ০৫
আপডেট : ০৪ জুন ২০২৪, ১২: ৪০

রাজধানীর সূত্রাপুরের আশিকুর রহমান খান অপু হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। তাঁরা হলেন মঞ্জুরুল আবেদীন রাসেল ও নওশাদ হোসেন মোল্লা রবিন। একই সঙ্গে হাইকোর্টে খালাস পাওয়া ইফতেখার বেগ ঝলককে আমৃত্যু কারাদণ্ড ও খালাস পাওয়া অপর আসামি মোহাম্মদ আলী মুন্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মৃত্যুদণ্ড বহাল থাকা দুজনের আপিল ও খালাস পাওয়া দুজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল নিষ্পত্তি করে আজ মঙ্গলবার এ রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। এর আগে গত ২১ মে শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। 

আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সরওয়ার আহমেদ ও মোশতাক আহমেদ। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। তিনি আজকের পত্রিকাকে বলেন, আপিল বিভাগ দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। হাইকোর্টে খালাস পাওয়াদের মধ্যে একজনকে আমৃত্যু, অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে তিনজন কারাগারে থাকলেও আসামি মোহাম্মদ আলী মুন্না জামিনে থাকায় তাকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

২০০৮ সালের ২৩ মে সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আশিকুর রহমান অপু। ওই ঘটনায় নিহতের বোন সূত্রাপুর থানায় মামলা করেন। বিচার শেষে ২০১২ সালের ১৩ মার্চ দুই আসামিকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। 
হাইকোর্ট ২০১৮ সালে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে খালাস দেওয়া হয়। তবে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামির বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট। 

পরে মৃত্যুদণ্ড বহাল থাকা মঞ্জুরুল আবেদীন রাসেল ও নওশাদ হোসেন মোল্লা রবিন আবেদন করেন আপিল বিভাগে। অন্যদিকে হাইকোর্টে দুজনের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত