উত্তরা (ঢাকা) প্রতিনিধি
বিএনপি অবস্থান কর্মসূচি পালনকালে আওয়ামী লীগের সঙ্গে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে। পরে বিএনপির নেতা-কর্মীরা পিছু হটলে তাঁদের আবার ধাওয়া দেন আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা। পরে বিএনপির নেতা-কর্মীর ধারালো অস্ত্রের আঘাতে আহত হন যুবলীগের কর্মী মহিবুর রহমান নয়ন (২৮) ও আওয়ামী লীগের কর্মী লিংকন কুমার দাস (৪০)।
উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা শনিবার রাতে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।
আহত নয়নের দুই হাতে রক্তাক্ত জখম হয়েছে। পরে তাঁর ডান হাতে অপারেশন করা হয়। অপরদিকে লিংকনের ডান হাতেও রক্তাক্ত জখম হয়েছে। তাঁদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে উত্তরা ৭ নম্বর সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের পাশে শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
লিংকন কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজমপুরে শান্তি সমাবেশ করছিলাম। পরে জানতে পারলাম আব্দুল্লাহপুরে বিএনপির লোকজন গাড়ি ভাঙচুর করছে। তখন আমাদের স্থানীয় এমপি আলহাজ্ হাবিব হাসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আব্দুল্লাহপুরের দিকে রওনা দিই। বিএনএস সেন্টারে পৌঁছামাত্রই বিএনপির নেতা-কর্মীরা আমাদের মিছিলকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। তখন তাদের (বিএনপির নেতা-কর্মী) ধাওয়া দেওয়া হলে তারা উত্তরা হাইস্কুলের দিকে পিছু নেয়। তখন আমরাও পিছু নেই। আমাদের লোকজন বাংলাদেশ মেডিকেলের (উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল) দিকে চলে যায়। পরে আমরা পেছনে কিছু নেতা-কর্মী পড়ে যাই।’
লিংকন বলেন, ‘আমরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। প্রথমে ওদের পাঁচ-ছয় জনের হাতে চাপাতি, রামদা দেখেছিলাম। কিন্তু ধাওয়া দেওয়ার পর ওরা যখন ধর বলেছে, তখন আশপাশের দোকানপাট থেকে বিএনপির বহু নেতা-কর্মী এসে আমাদের ওপর হামলা করে। এতে আমি, নয়নসহ আরো কয়েকজন আহত হয়েছি।’
হাসপাতালটির জেনারেল ম্যানেজার (জিএম) মো. তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নয়নের হাতে অপারেশন করা হয়েছে। তাঁর হাতে তের-চৌদ্দটি সেলাই হয়েছে। এখন তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। বর্তমানে নয়ন চিকিৎসাধীন রয়েছে। কাল হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে।’
বিএনপি অবস্থান কর্মসূচি পালনকালে আওয়ামী লীগের সঙ্গে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে। পরে বিএনপির নেতা-কর্মীরা পিছু হটলে তাঁদের আবার ধাওয়া দেন আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা। পরে বিএনপির নেতা-কর্মীর ধারালো অস্ত্রের আঘাতে আহত হন যুবলীগের কর্মী মহিবুর রহমান নয়ন (২৮) ও আওয়ামী লীগের কর্মী লিংকন কুমার দাস (৪০)।
উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা শনিবার রাতে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।
আহত নয়নের দুই হাতে রক্তাক্ত জখম হয়েছে। পরে তাঁর ডান হাতে অপারেশন করা হয়। অপরদিকে লিংকনের ডান হাতেও রক্তাক্ত জখম হয়েছে। তাঁদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে উত্তরা ৭ নম্বর সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের পাশে শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
লিংকন কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজমপুরে শান্তি সমাবেশ করছিলাম। পরে জানতে পারলাম আব্দুল্লাহপুরে বিএনপির লোকজন গাড়ি ভাঙচুর করছে। তখন আমাদের স্থানীয় এমপি আলহাজ্ হাবিব হাসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আব্দুল্লাহপুরের দিকে রওনা দিই। বিএনএস সেন্টারে পৌঁছামাত্রই বিএনপির নেতা-কর্মীরা আমাদের মিছিলকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। তখন তাদের (বিএনপির নেতা-কর্মী) ধাওয়া দেওয়া হলে তারা উত্তরা হাইস্কুলের দিকে পিছু নেয়। তখন আমরাও পিছু নেই। আমাদের লোকজন বাংলাদেশ মেডিকেলের (উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল) দিকে চলে যায়। পরে আমরা পেছনে কিছু নেতা-কর্মী পড়ে যাই।’
লিংকন বলেন, ‘আমরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। প্রথমে ওদের পাঁচ-ছয় জনের হাতে চাপাতি, রামদা দেখেছিলাম। কিন্তু ধাওয়া দেওয়ার পর ওরা যখন ধর বলেছে, তখন আশপাশের দোকানপাট থেকে বিএনপির বহু নেতা-কর্মী এসে আমাদের ওপর হামলা করে। এতে আমি, নয়নসহ আরো কয়েকজন আহত হয়েছি।’
হাসপাতালটির জেনারেল ম্যানেজার (জিএম) মো. তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নয়নের হাতে অপারেশন করা হয়েছে। তাঁর হাতে তের-চৌদ্দটি সেলাই হয়েছে। এখন তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। বর্তমানে নয়ন চিকিৎসাধীন রয়েছে। কাল হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২১ মিনিট আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
১ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
২ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২ ঘণ্টা আগে