সিভিল এভিয়েশনের গাড়িচালক খুনের মূল হোতাসহ গ্রেপ্তার ২ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০০: ৩৬
Thumbnail image

রাজধানীর বিমানবন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সিভিল এভিয়েশনের গাড়িচালক মো. আরমান আলী (২৫) খুনের ঘটনায় মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মূল হোতা মো. আকাশ (১৯) ও বিল্লাল হোসেন (৩০)। 

র‍্যাব-১-এর গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‘গ্রেপ্তারকালে সিভিল এভিয়েশনের গাড়িচালকের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল (সোমবার) সকালে র‍্যাব-১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’ 

এর আগে বিমানবন্দরের কাওলা রেললাইনের ওপর সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁকে পুলিশ উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে ঢাকা মেডিকেলে রেফার করেন চিকিৎসক। পথেই তাঁর অবস্থা গুরুতর হলে কুর্মিটোলা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই চালক হলেন রংপুরের ফুলছড়ি উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। বর্তমানে সিভিল এভিয়েশন মোটরযান বিভাগের চালক হিসেবে কর্মরত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত