পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হলেন নারী, আটক ২ 

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ২৩: ১৮

রাজধানীর ডেমরায় মরিয়ম বিবি (৩০) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ।

আজ শনিবার বিকেল ৩টার দিকে রাজাখালী এলাকার ড্রেজার মাঠ সংলগ্ন বিউটির বাড়ির পেছন থেকে বালুচাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশের পরনে ছিল খয়েরি রঙের ছাপা সালোয়ার ও কালো পায়জামা।

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত মরিয়ম বিবি রাজাখালি এলাকার মৃত আব্দুস সাত্তারের মেয়ে।

এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন আগে মরিয়ম রাজাখালি এলাকার বিউটি আক্তার নামের এক নারীকে নন জুডিশিয়াল একটি স্ট্যাম্পের মাধ্যমে মাসিক সুদে ২ লাখ টাকা ঋণ দেন। ওই টাকা গত বৃহস্পতিবার রাত ১০-১১টার দিকে রাজাখালি বিউটির বাড়িতে চাইতে আসেন মরিয়ম। এ সময় বিউটি ও তার স্বামী জহির উদ্দিন মরিয়মকে ঘরে আটক রেখে স্ট্যাম্প কোথায় রেখেছে জেরা করে।

পরদিন শুক্রবার মানিকদিয়া এলাকায় তার বাড়িতে গিয়ে মরিয়মের ৩ ছেলের সঙ্গে দেখা করে বিউটি-জহির। এ সময় বড় ছেলে মাহিন (১২) ও মেজ ছেলে জুবায়ের (৮) মায়ের কথা জিজ্ঞেস করলে, তাঁরা বলে মরিয়ম রাজাখালিতে তাঁদের বাড়িতে রয়েছে। পরে নির্ধারিত জায়গা থেকে স্ট্যাম্প বের করে দেয় মরিয়মের ছেলেরা।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার মানিকদিয়া থেকে মরিয়ম বিউটির বাসায় এসে তাঁর পাওনা টাকা চান। এরপর থেকে বিউটি নিখোঁজ। এদিকে নিখোঁজের খবর পেয়ে শনিবার বেলা ১১টার দিকে রাজাখালী এলাকার সোহান, আবিদ ও সোহেলসহ মরিয়মের পরিবারের লোকজন বিউটির বাড়িতে যান। এ সময় সন্দেহবশত তাঁরা ডিউটির বাড়ির পেছনের দিকে গিয়ে দেখে ভরাট বালু আলগা অবস্থায় রয়েছে। তখন তাঁরা বালু সরিয়ে মরিয়মের হাত দেখতে পায়। এ সময় থানা-পুলিশে খবর দিলে বিকেল ৩টায় পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এই ঘটনায় বিউটি বেগম ও তার স্বামী জহির উদ্দিনকে পুলিশ আটক করলে এলাকাবাসী তাঁদের বেধড়ক মারধর করে। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আটকের তথ্য নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, মর্মান্তিক এই হত্যাকাণ্ডের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। আর ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে হত্যাকাণ্ডের আসল রহস্য বেরিয়ে আসবে। আর পাওনা টাকা চাইতে গিয়ে মরিয়ম খুন হয়েছে বলে প্রাথমিক পর্যায়ে জানা গেছে। এই ঘটনায় তদন্তে সব বেরিয়ে আসবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত