রজত কান্তি রায়, ঢাকা
লকডাউন শেষ। বেশ কিছুদিন আগে খুলে দেওয়া হয়েছে বিনোদন স্পটগুলো। সাপ্তাহিক ছুটিতে যাদের পক্ষে সম্ভব হচ্ছে, তাঁরা পাড়ি জমাচ্ছেন পাহাড় কিংবা সাগর দেখতে। আর যারা সেসব জায়গায় যেতে পারছেন না, তাঁরা ভিড় করছেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে।
রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র মিরপুর জাতীয় চিড়িয়াখানা। আজ শুক্রবার সেখানে গিয়ে দেখা গেল মানুষের উপচে পড়া ভিড়। হাজারে হাজারে মানুষ একটু খোলা জায়গায় ঘেরার জন্য ছুটির দিনটিকে বেছে নিয়েছেন। তরুণ-তরুণীদের সংখ্যা বেশি হলেও শিশু ও বয়োজ্যেষ্ঠরাও এসেছেন চিড়িয়াখানায়। কেউ কেউ এসেছেন সপরিবারে। ঢাকার মোহাম্মদপুর, বসিলা, সাভার কিংবা পুরান ঢাকা থেকে যেমন এসেছেন দর্শনার্থীরা, তেমনি এসেছেন ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকেও।
কথা হলো রুবেল মিয়ার সঙ্গে। তিনি এই প্রথম মিরপুর চিড়িয়াখানায় এসেছেন গাজীপুর থেকে। স্বভাবতই বেশ উচ্ছ্বসিত। জানালেন, লকডাউন শেষে অনেকটা ভয়ে ভয়েই তিনি ঘুরতে বেরিয়েছেন বন্ধুদের সঙ্গে।
ঢাকায় ভাইয়ের বাসায় ঘুরতে এসেছেন বীণা রানি। আজ সপরিবারে এসেছেন চিড়িয়াখানা দেখতে। চারদিকে গিজগিজ করা মানুষ দেখে বেশ খানিকটা ঘাবড়ে গেছেন তিনি। জানালেন, দিনাজপুর থেকে ঢাকা এসেছেন ভাইয়ের বাসায়। আজ ঘুরতে বেরিয়েছেন। এত মানুষ দেখে বেশ ভয় পাচ্ছেন তিনি। কারণ, প্রবেশ পথে বারবার নো মাস্ক, নো এন্ট্রি ঘোষণা করা হলেও চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের বেশির ভাগেরই মুখে মাস্ক নেই।
পশুপাখির অনেক খাঁচা ফাঁকা থাকলেও লোকজনের কমতি নেই মিরপুর চিড়িয়াখানায়। দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর শরতের হঠাৎ বৃষ্টির ভয় উপেক্ষা করেই এখানে এসেছেন দর্শনার্থীরা। দুপুরের দিকে একপশলা বৃষ্টিতে কাকভেজা হতে হয়েছে অনেককেই। তারপরও ঘরের বাইরে আসার আনন্দ যেন চোখেমুখে উপচে পড়েছে তাদের।
লকডাউন শেষ। বেশ কিছুদিন আগে খুলে দেওয়া হয়েছে বিনোদন স্পটগুলো। সাপ্তাহিক ছুটিতে যাদের পক্ষে সম্ভব হচ্ছে, তাঁরা পাড়ি জমাচ্ছেন পাহাড় কিংবা সাগর দেখতে। আর যারা সেসব জায়গায় যেতে পারছেন না, তাঁরা ভিড় করছেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে।
রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র মিরপুর জাতীয় চিড়িয়াখানা। আজ শুক্রবার সেখানে গিয়ে দেখা গেল মানুষের উপচে পড়া ভিড়। হাজারে হাজারে মানুষ একটু খোলা জায়গায় ঘেরার জন্য ছুটির দিনটিকে বেছে নিয়েছেন। তরুণ-তরুণীদের সংখ্যা বেশি হলেও শিশু ও বয়োজ্যেষ্ঠরাও এসেছেন চিড়িয়াখানায়। কেউ কেউ এসেছেন সপরিবারে। ঢাকার মোহাম্মদপুর, বসিলা, সাভার কিংবা পুরান ঢাকা থেকে যেমন এসেছেন দর্শনার্থীরা, তেমনি এসেছেন ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকেও।
কথা হলো রুবেল মিয়ার সঙ্গে। তিনি এই প্রথম মিরপুর চিড়িয়াখানায় এসেছেন গাজীপুর থেকে। স্বভাবতই বেশ উচ্ছ্বসিত। জানালেন, লকডাউন শেষে অনেকটা ভয়ে ভয়েই তিনি ঘুরতে বেরিয়েছেন বন্ধুদের সঙ্গে।
ঢাকায় ভাইয়ের বাসায় ঘুরতে এসেছেন বীণা রানি। আজ সপরিবারে এসেছেন চিড়িয়াখানা দেখতে। চারদিকে গিজগিজ করা মানুষ দেখে বেশ খানিকটা ঘাবড়ে গেছেন তিনি। জানালেন, দিনাজপুর থেকে ঢাকা এসেছেন ভাইয়ের বাসায়। আজ ঘুরতে বেরিয়েছেন। এত মানুষ দেখে বেশ ভয় পাচ্ছেন তিনি। কারণ, প্রবেশ পথে বারবার নো মাস্ক, নো এন্ট্রি ঘোষণা করা হলেও চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের বেশির ভাগেরই মুখে মাস্ক নেই।
পশুপাখির অনেক খাঁচা ফাঁকা থাকলেও লোকজনের কমতি নেই মিরপুর চিড়িয়াখানায়। দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর শরতের হঠাৎ বৃষ্টির ভয় উপেক্ষা করেই এখানে এসেছেন দর্শনার্থীরা। দুপুরের দিকে একপশলা বৃষ্টিতে কাকভেজা হতে হয়েছে অনেককেই। তারপরও ঘরের বাইরে আসার আনন্দ যেন চোখেমুখে উপচে পড়েছে তাদের।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে