Ajker Patrika

চাকরি ফিরে পেতে আবারও সদর দপ্তরের সামনে পুলিশ সদস্যরা

অনলাইন ডেস্ক
বুধবার বেলা সোয়া ১২টার দিকে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা
বুধবার বেলা সোয়া ১২টার দিকে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

বিগত সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে পুলিশ সদস্যরা। আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নেন তাঁরা।

সরেজমিনে দুপুর সাড়ে ১২টায় দেখা যায়, পুলিশ সদর দপ্তরের সামনে ফুটপাতে দাঁড়িয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তারা কোনো বৈষম্যের শিকার হতে চান না, চাকরি ফিরে পেতে আর কোনো কালক্ষেপ চান না। নির্বাহী আদেশে তাঁদের চাকরি ফিরে দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা।

এ দিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সামনেই পোশাক পরিহিত কয়েকশ পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন। তবে পুলিশ সদর দপ্তরের সামনে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অবস্থান কর্মসূচি পালন করা চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান বলেন, ‘আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দিয়েছিলেন। কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি।’

এ বিষয়ে ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা তাদেরকে বলেছি-আলোচনায় বসার জন্য। কিন্তু তাঁরা যেতে চাচ্ছেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত