ঢাবি প্রতিনিধি
বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর টানা ৪৮ ঘণ্টা অবরোধের ফলে প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার এ পরীক্ষা বর্জন করেন তাঁরা।
এ বিষয়ে বিভাগের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। তাঁরা বলেন, ‘আজকে অবরোধের কারণে আমরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করিনি। অনেকেই অংশগ্রহণ করতে পারত না। অনেকেই রাস্তা দিয়ে আসতে আপত্তিও জানায়। পরে শুনলাম স্যাররা পরীক্ষা কেন্দ্রে এসে কাউকে না পেয়ে চলে গেছেন। তবে আমাদের (শিক্ষার্থী) সিদ্ধান্ত ছিল বিভাগের কেউ পরীক্ষা দেবে না, কিন্তু চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা দুপুরে পরীক্ষা দিয়েছে। আগামীকাল তৃতীয় বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে।’
সামনের পরীক্ষাগুলো বর্জন করবে কি না জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, সেটি পরিস্থিতি বিবেচনায় দেখা যাবে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বিভাগে সকালে পরীক্ষা ছিল। সেটি নিতে গিয়ে দেখি পরীক্ষার কেন্দ্রে কেউ নেই। পরে শিক্ষকেরা কেন্দ্র থেকে চলে আসে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, ‘অবরোধের কারণে আমাদের ক্লাস-পরীক্ষা কোনো কিছু স্থগিত নেই। বিভাগগুলো সুবিধা অনুযায়ী ক্লাস-পরীক্ষা চালিয়ে নিচ্ছে। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করলে সেটি তাদের ক্ষতি হবে। একটা পরীক্ষা শিডিউল হয়ে গেলে সেটা রি-শিডিউল করা লংটাইম প্রসেস।’
বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর টানা ৪৮ ঘণ্টা অবরোধের ফলে প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার এ পরীক্ষা বর্জন করেন তাঁরা।
এ বিষয়ে বিভাগের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। তাঁরা বলেন, ‘আজকে অবরোধের কারণে আমরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করিনি। অনেকেই অংশগ্রহণ করতে পারত না। অনেকেই রাস্তা দিয়ে আসতে আপত্তিও জানায়। পরে শুনলাম স্যাররা পরীক্ষা কেন্দ্রে এসে কাউকে না পেয়ে চলে গেছেন। তবে আমাদের (শিক্ষার্থী) সিদ্ধান্ত ছিল বিভাগের কেউ পরীক্ষা দেবে না, কিন্তু চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা দুপুরে পরীক্ষা দিয়েছে। আগামীকাল তৃতীয় বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে।’
সামনের পরীক্ষাগুলো বর্জন করবে কি না জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, সেটি পরিস্থিতি বিবেচনায় দেখা যাবে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বিভাগে সকালে পরীক্ষা ছিল। সেটি নিতে গিয়ে দেখি পরীক্ষার কেন্দ্রে কেউ নেই। পরে শিক্ষকেরা কেন্দ্র থেকে চলে আসে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, ‘অবরোধের কারণে আমাদের ক্লাস-পরীক্ষা কোনো কিছু স্থগিত নেই। বিভাগগুলো সুবিধা অনুযায়ী ক্লাস-পরীক্ষা চালিয়ে নিচ্ছে। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করলে সেটি তাদের ক্ষতি হবে। একটা পরীক্ষা শিডিউল হয়ে গেলে সেটা রি-শিডিউল করা লংটাইম প্রসেস।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৪ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগে