টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় টঙ্গীর স্টেশন রোড এলাকায় শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
টঙ্গী এলাকায় থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে আধা ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। বেলা ১২টা ১০ মিনিটের দিকে তারা সড়ক থেকে সরে যান।
মহাসড়কে বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার মেহেদী হাসান দীপুর (টঙ্গী জোন) কাছে মৌখিকভাবে অভিযোগ করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একজন সাজিদ মারজান নাফি বলেন, ‘প্রতিনিয়ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকা থেকে টঙ্গীর গাজীপুরা বাস স্টেশন পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে অন্তত ২০ জন শিক্ষার্থী টঙ্গী এলাকায় ছিনতাইয়ের শিকার হন। তা ছাড়া প্রতিদিন টঙ্গীতে ৬০-৭০টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা সাধারণ মানুষকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করছে, তাতে মৃত্যুও হয়েছে। এসব ঘটনায় এ এলাকার মানুষ অতিষ্ঠ। পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ। তাই আজ সাধারণ শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ করেছি। পুলিশ ছিনতাই বন্ধে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের খবর পেয়ে সেখানে এসেছি। ছিনতাই বন্ধে শিক্ষার্থীরা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। ছিনতাইকারীদের ধরতে পুলিশের কয়েকটি টহল দল কাজ করছে। ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছিনতাই বন্ধে পুলিশের সঙ্গে ছাত্ররাও কাজ করবেন।’
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় টঙ্গীর স্টেশন রোড এলাকায় শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
টঙ্গী এলাকায় থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে আধা ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। বেলা ১২টা ১০ মিনিটের দিকে তারা সড়ক থেকে সরে যান।
মহাসড়কে বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার মেহেদী হাসান দীপুর (টঙ্গী জোন) কাছে মৌখিকভাবে অভিযোগ করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একজন সাজিদ মারজান নাফি বলেন, ‘প্রতিনিয়ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকা থেকে টঙ্গীর গাজীপুরা বাস স্টেশন পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে অন্তত ২০ জন শিক্ষার্থী টঙ্গী এলাকায় ছিনতাইয়ের শিকার হন। তা ছাড়া প্রতিদিন টঙ্গীতে ৬০-৭০টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা সাধারণ মানুষকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করছে, তাতে মৃত্যুও হয়েছে। এসব ঘটনায় এ এলাকার মানুষ অতিষ্ঠ। পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ। তাই আজ সাধারণ শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ করেছি। পুলিশ ছিনতাই বন্ধে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের খবর পেয়ে সেখানে এসেছি। ছিনতাই বন্ধে শিক্ষার্থীরা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। ছিনতাইকারীদের ধরতে পুলিশের কয়েকটি টহল দল কাজ করছে। ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছিনতাই বন্ধে পুলিশের সঙ্গে ছাত্ররাও কাজ করবেন।’
রংপুরের পীরগঞ্জে ২৭০ জন প্রতিবন্ধীর ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা আত্মসাতের চেষ্টা চালানো হয়েছিল। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে জানাজানি হলে ওই টাকা আত্মসাতে ব্যর্থ হন জড়িত ব্যক্তিরা। তবে ঘটনার চার মাসেও ভাতাভোগীরা টাকা ফেরত পাননি বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বর্জ্যব্যবস্থাপনার জমি ক্রয়ে সাবেক মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি মূল্যে কেনা জমির প্রকৃত মূল্য না দিয়ে জমির দাতাকে মাত্র ১০ লাখ টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়।
৭ ঘণ্টা আগেকারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল ও খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন পলাতক হয়েছেন। হাজিরার দিনে আদালতে অনুপস্থিত থাকায় ইতিমধ্যে পলাতক হিসেবে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলেছে, আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মতো...
৭ ঘণ্টা আগেরাজধানীর কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে কলাবাগান থানা–পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।
৮ ঘণ্টা আগে