Ajker Patrika

টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় টঙ্গীর স্টেশন রোড এলাকায় শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

টঙ্গী এলাকায় থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে আধা ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। বেলা ১২টা ১০ মিনিটের দিকে তারা সড়ক থেকে সরে যান।

মহাসড়কে বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার মেহেদী হাসান দীপুর (টঙ্গী জোন) কাছে মৌখিকভাবে অভিযোগ করেন।

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একজন সাজিদ মারজান নাফি বলেন, ‘প্রতিনিয়ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকা থেকে টঙ্গীর গাজীপুরা বাস স্টেশন পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে অন্তত ২০ জন শিক্ষার্থী টঙ্গী এলাকায় ছিনতাইয়ের শিকার হন। তা ছাড়া প্রতিদিন টঙ্গীতে ৬০-৭০টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা সাধারণ মানুষকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করছে, তাতে মৃত্যুও হয়েছে। এসব ঘটনায় এ এলাকার মানুষ অতিষ্ঠ। পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ। তাই আজ সাধারণ শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ করেছি। পুলিশ ছিনতাই বন্ধে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের খবর পেয়ে সেখানে এসেছি। ছিনতাই বন্ধে শিক্ষার্থীরা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। ছিনতাইকারীদের ধরতে পুলিশের কয়েকটি টহল দল কাজ করছে। ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছিনতাই বন্ধে পুলিশের সঙ্গে ছাত্ররাও কাজ করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত