জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আগামী ২৮ অক্টোবর স্বাভাবিক দিনের মতোই যাবে, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘২৭ অক্টোবরের পর ২৮ অক্টোবর, এরপর ২৯ অক্টোবর, এভাবেই চলবে, কোনো ব্যবধান নেই। দিনের পর দিন আসবে, কোনো শক্তির ক্ষমতা নেই দিনকে আটকাবার। মানুষ যেভাবে তাঁদের দৈনন্দিন কাজ করছে; করবে। এটা খুব সাধারণ ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই।’
পরে রানীগঞ্জ বাজারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের সকল দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকার করে; সম্মান করে। অথচ বিএনপি বলে-তাঁর অধীনে নির্বাচন করব না। কীভাবে এ কথা বলেন? এটি আইনের কথা নয়। অন্যায় কথা, এটি গায়ের জোরের কথা!’
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন—সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
আগামী ২৮ অক্টোবর স্বাভাবিক দিনের মতোই যাবে, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘২৭ অক্টোবরের পর ২৮ অক্টোবর, এরপর ২৯ অক্টোবর, এভাবেই চলবে, কোনো ব্যবধান নেই। দিনের পর দিন আসবে, কোনো শক্তির ক্ষমতা নেই দিনকে আটকাবার। মানুষ যেভাবে তাঁদের দৈনন্দিন কাজ করছে; করবে। এটা খুব সাধারণ ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই।’
পরে রানীগঞ্জ বাজারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের সকল দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকার করে; সম্মান করে। অথচ বিএনপি বলে-তাঁর অধীনে নির্বাচন করব না। কীভাবে এ কথা বলেন? এটি আইনের কথা নয়। অন্যায় কথা, এটি গায়ের জোরের কথা!’
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন—সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
বগুড়ার শেরপুরে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শহরের কর্মকারপাড়ার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ মিনিট আগেজামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বর হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই নম্বর ব্যবহার করে একটি প্রতারক চক্র নিজেকে ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে ফোন করে টাকা দাবি করছে।
৩ মিনিট আগেরমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ শুক্রবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি পাবলিক লাইব্রেরি মাঠে কৃষকের বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
৭ মিনিট আগেসর্বনিম্ন বেতন স্কেল ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে আমরণ অনশন ভেঙেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আউটসোর্সিং কর্মচারীরা। শ্রম মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গতকাল বৃহস্পতিবার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে ১২ দিন পর ২৮৭ জন কর্মচারী রাত ৮টা থেকে কাজে যোগ দেন।
১৪ মিনিট আগে