মশা মারতে ডিএসসিসি বাজেটে বরাদ্দ প্রায় ৪৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১৭: ২৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২০২৩-২৪ অর্থবছরে মশা মারতে ব্যয় নির্ধারণ করেছে ৪৬ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি কেনায় ব্যয় হবে ৪ কোটি ৫০ লাখ টাকা। মশক নিধন কীটনাশক কেনায় ব্যয় হবে ৩৮ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া ফগার, হুইল, স্প্রে মেশিন পরিবহন বাবদ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা। 

আজ সোমবার নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। 

শেখ ফজলে নূর তাপস লিখিত বক্তব্যে জানান, ২০২৩-২৪ অর্থবছরের জন্য ডিএসসিসি ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫৬৫ দশমিক ৬৬ কোটি টাকা। উল্লেখযোগ্য ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে—বেতন ভাতা বাবদ ৩০০ কোটি, বিদ্যুৎ, জ্বালানি, পানি ও গ্যাস বাবদ ৭৯ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে সিটি করপোরেশন মশক নিধনে ব্যবহৃত কীটনাশক বাবদ ৩৮ দশমিক ৫০ কোটি টাকা ব্যয় করবে। 

ডিএসসিসির বাজেটের তথ্য অনুসারে, মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ২৮ দশমিক ৮৪ কোটি, সরবরাহ বাবদ ৬০ দশমিক ৬৯ কোটি, ভাড়া, রেটস্ ও কর খাতে ১১ দশমিক ২৫ কোটি, কল্যাণমূলক ব্যয় বাবদ ১৩ দশমিক ৮৭ কোটি, বিজ্ঞাপন ও প্রচারণা বাবদ ৪ দশমিক ৬০ কোটি, ফি বাবদ ৯ দশমিক ৭৫ কোটি এবং বর্জ্য ব্যবস্থাপনা বাবদ ৩০ দশমিক ০২ কোটি টাকা ব্যয় করা হবে। 

এর আগে গত ১৩ জুলাই ডিএসসিসির দ্বিতীয় পরিষদের একবিংশতম করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত ১ হাজার ৯৯৭ কোটি ৭৫ লাখ টাকার বাজেটও অনুমোদন দেওয়া হয়। 

 ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৭২৮ দশমিক ১৪ কোটি টাকা, রাজস্ব আয় ১ হাজার ৩৯৬ দশমিক ৮৫ কোটি, অন্যান্য আয় ১০২ দশমিক ৭৫ কোটি, সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৬৫ কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪ হাজার ৪৫৮ দশমিক ৮২ কোটি টাকা। 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, কাউন্সিলর, বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তারা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত