Ajker Patrika

কর্ণফুলী গ্যাসের এমডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কর্ণফুলী গ্যাসের এমডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু সাকলায়েনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। আদেশ সত্ত্বেও সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংযোগ না দেওয়ায় আজ বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ এই রুল জারি করেন। 

ওই ফিলিং স্টেশনের স্বত্বাধিকারীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। সেইসঙ্গে পরবর্তী শুনানির জন্য ২৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।

আবেদনকারীর আইনজীবী মুন্সী মনিরুজ্জামান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদেশ বাস্তবায়ন না করায় আদালত রুল জারি করেছেন। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ দিন ধার্য করা হয়েছে।’ 

তিনি বলেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড় তাকিয়া এলাকার তৃষা সিএনজি ফিলিং স্টেশনকে গত বছরের ৬ নভেম্বর গ্যাস সংযোগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সংযোগ দিতে বলা হয়। 

এর বিরুদ্ধে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আপিল বিভাগে আবেদন করেন। গত ১৫ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত আদেশ সংশোধন করে ৩০ দিনের স্থলে ৯০ দিনের মধ্যে গ্যাস সংযোগ দিতে নির্দেশ দেন।

মুন্সী মনিরুজ্জামান বলেন, আদেশ অনুসারে গ্যাস সংযোগ না দিলে তিন দফায় নোটিশ দেওয়া হয়। এরপরও পদক্ষেপ না নেওয়ায় আদালত অবমাননার আবেদন করেন তিষা সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী নাসির উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত