Ajker Patrika

৪ কিশোরীসহ ধর্ষণের শিকার পাঁচজন এক দিনে ঢাকা মেডিকেলে ভর্তি

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২০ মার্চ ২০২৫, ২১: ২৭
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও, হাতিরঝিল ও মুগদা থানা এলাকা থেকে ৪ কিশোরীসহ পাঁচ নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তির জন্য নিয়েছে পুলিশ। তারা ধর্ষণের শিকার হয়েছে বলে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার পৃথক থানা থেকে পাঁচজন ভুক্তভোগীকে ওসিসিতে ভর্তি করার জন্য নিয়ে আসে পুলিশ। তাদের চিকিৎসা শুরু করা হয়েছে। তবে এই পাঁচজনের ফরেনসিক পরীক্ষা আগামী শনিবার করা হবে।’

সংশ্লিষ্ট থানা-পুলিশ বলছে, চার কিশোরীসহ ৫ নারীকে ধর্ষণের অভিযোগে ঢাকার কয়েকটি থানায় পৃথক মামলা হয়েছে। এর মধ্যে মুগদা থানায় তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগে পৃথক তিনটি মামলা হয়।

এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ বলেন, বেশ কিছুদিন আগে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে গতকাল (বুধবার) পরিবারের তরফ থেকে একটি মামলা করা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে ওই দিনই কিশোরীকে খিলগাঁও ত্রিমোহিনী এলাকার একটি বাসা থেকে উদ্ধার করে থানা-পুলিশ। সেই সঙ্গে মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, অভিযুক্ত আলিফের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে তারা দুজন গত মাসে পালিয়ে যায়। পরে কিশোরীর পরিবার অপহরণ মামলা করলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ দিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘গতকাল (বুধবার) ২২ বছরে এক তরুণী ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা করেন। সে মামলায় আসামিকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেপ্তারের স্বার্থে আসামির নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না।’

ওসি আরও বলেন, ‘আসামি ওই তরুণীর পূর্ব পরিচিত। বিয়ের আশ্বাসে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। আসামিকে ধরতে পুলিশ কাজ করছে।’

এ দিকে মুগদা থানায় তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগে পৃথক তিনটি মামলা হয়েছে। পুলিশ বলছে, ভুক্তভোগী তিন কিশোরীর বয়স— (১২), (১৩) ও (১৫) বছর।

এ বিষয়ে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, ‘১২ ও ১৩ বছরের দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় আলাদা মামলা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত জব্বার (৪০) ও পিন্টু চন্দ্র দাস (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘১২ বছরের কিশোরীকে গতকাল বুধবার ইফতারের সময় জব্বার নামে এক ব্যক্তি কিশোরীকে বাসায় একা পেয়ে তাকে ধর্ষণ করে। এই অভিযোগে পরিবার মামলা করে।’

মুগদা থানার আরকে উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, গত ১৮ মার্চ ১৫ বছরের ওই কিশোরী নিজ বাসায় ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় মামলার পর সিয়াম আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই-মেইল

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

১৭ বছরে ভোটার চান ড. ইউনূস, এনসিপির প্রস্তাব ১৬ বছর: যা বলছেন বিশেষজ্ঞরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত