Ajker Patrika

স্কুলছাত্রকে হত্যা: অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা

মাদারীপুর, প্রতিনিধি 
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৫
স্কুলছাত্রকে হত্যা: অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা

মাদারীপুরের কালকিনিতে বসতঘর থেকে স্কুলছাত্র জহিরুল ইসলামের গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের বড় ভাই শাহীন সরদার বাদী হয়ে কালকিনি থানায় এ মামলা করেন।

অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এ মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত স্কুলছাত্রের নাম জহিরুল ইসলাম সরদার (১৫)। সে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরউদ্দিনচর এলাকার কাতারপ্রবাসী বারেক সরদারের ছেলে। সমিতিরহাট এ কে উচ্চ বিদ্যালয় থেকে এবার ব্যবসায় শিক্ষা শাখায় এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল জহিরুলের। মামলায় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত রাতের আঁধারে ঘরের ভেতরে প্রবেশ করে জহিরুলকে হত্যা করেছে বলে উল্লেখ করা হয়। 

স্কুলছাত্র জহিরুল ইসলামের বিষয়টি নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আসফাক রাসেল। 

কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল জানান, প্রতিদিনের মতো গত বুধবার রাতেও খাবার খেয়ে জহিরুল তার ঘরে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে না উঠলে জহিরুলের মা ছেলের কক্ষে প্রবেশ করেন। এ সময় ছেলেকে গলাকাটা অবস্থায় দেখে তিনি চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ জহিরুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ইসতিয়াক আশফাক আরও বলেন, ‘মামলায় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত রাতের আঁধারে ঘরের ভেতরে প্রবেশ করে জহিরুলকে হত্যা করেছে বলে উল্লেখ করা হয়। ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। খুনি যে-ই হোক, দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

এ বিষয়ে মামলার বাদী শাহীন সরদার বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে গ্রামে চলে আসছি। কারা আমার ভাইকে মারছে, তা জানি না। তবে যারাই আমার ভাইকে মারছে, তারা খুবই নিষ্ঠুরভাবে হত্যা করছে। পুলিশের কাছে এ ঘটনার আসল অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানাই। কোনোভাবেই যেন অপরাধী ছাড় না পায়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত