বিএনপি-জামায়াতের প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৫৪

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বৈঠক শেষে এই প্যানেল ঘোষণা করা হয়। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের গঠিত প্যানেলে এবারও লড়বেন তারা। তবে সদস্যদের দুটি পদে পরিবর্তন আনা হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত বছর নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে বিএনপি–জামায়াতের আইনজীবীদের প্যানেলে সহসভাপতি পদে হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যাকে প্রার্থী করা হয়েছিল। কোষাধ্যক্ষ পদে ছিলেন রেজাউল করিম। সহসম্পাদক পদে ছিলেন মাহফুজুর রহমান মিলন ও আব্দুল করিম। আর সদস্য পদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, শফিকুল ইসলাম, রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, ফয়সাল দস্তগীর ও কাজী মোস্তাফিজুর রহমান আহাদকে প্রার্থী করা হয়েছিল। 

এবার সদস্য পদে ফয়সাল দস্তগীর ও কাজী মোস্তাফিজুর রহমান আহাদের পরিবর্তে মহিউদ্দিন হানিফ ও ইব্রাহিম খলিলকে প্রার্থী করা হয়। 

আগামী ৬ ও ৭ মার্চ  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন। গত ১১ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বর্তমান সম্পাদকের স্বাক্ষর করা তফসিল অনুযায়ী ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়েছে। 

তফসিলের পর আওয়ামী পন্থী আইনজীবীরা তাদের প্যানেল ঘোষণা করেছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলে সভাপতি পদে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর আর সম্পাদক পদে সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হককে মনোনয়ন দেওয়া হয়। সহসভাপতি পদে রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহসম্পাদক পদে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও হুমায়ুন কবিরকে মনোনয়ন দেওয়া হয়। আর সদস্য পদে লড়বেন সৌমিত্র সরদার রনী, মো. খালেকুজ্জামান ভূঁইয়া, রাশেদুল হক খোকন, মাহমুদা আফরোজ, বেলাল হোসেন শাহীন, খালেদ মোশাররফ রিপন ও রায়হান রনী।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত